Yaqeen Ki Barkatain

Book Name:Yaqeen Ki Barkatain

অনাবাদি উপত্যকায় রেখে আসার জন্য যাচ্ছিলেন এবং উৎকর্ষতা দেখুন রেওয়াতে রয়েছে: হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام আনুগত্যের আগ্রহে বারংবার জিজ্ঞাসা করছিলেন,হে জিবরাইল! আমরা কি গন্থব্যে পৌঁছে গেছি? হযরত জিব্রাইল عَلَیْہِ السَّلَام আরজ করতেন, হে আল্লাহ পাকের নবী! এখনো পৌঁছিনি এভাবে করতে করতে, চলতে চলতে একটি উপত্যকায় আসলেন, এখানে না কোন পানি, না খাবার,দূর দূরান্ত পর্যন্ত মানুষ তো দূরের কথা কোন পাখিও দেখা যায় না এখানে উঁচু একটি টিলাও আছে... এটা কোন জায়গা ছিল? যেখানে মক্কা মোকাররমার মোবারক শহর ছিল এবং ওই টিলা ওই জায়গা ছিল যেখানে আজ কাবা শরীফ বিদ্যমান আছে এখানে পৌঁছে হযরত জিব্রাইল عَلَیْہِ السَّلَام আরজ করলেন, হে আল্লাহ পাকের নবী عَلَیْہِ السَّلَام! এটাই সেই জায়গা এবার হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام বাহন থেকে নামলেন তাঁর শাহজাদা এবং সম্মানিতা স্ত্রীকে সেখানে বসালেন,সামান্য পানি, সামান্য খেজুর পাশে রাখলেন এরপর ফিরে আসলেন এবার মা হাজেরা
رَحْمَۃُ اللهِ عَلَیْہَا পিছনে পিছনে আসতে লাগলেন, আরজ করলেন: হে আল্লাহ পাকের নবী عَلَیْہِ السَّلَام! আমাদেরকে কার ভরসায় রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام চুপ রইলেন এরপর জিজ্ঞাসা করলেন: হে আল্লাহর নবী عَلَیْہِ السَّلَام! আমাদেরকে কার ভরসায় রেখে যাচ্ছেন? তিনি আবারও চুপ রইলেন হযরত হাজেরা رَحْمَۃُ اللهِ عَلَیْہَا তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, এবার প্রশ্নকে একটু পরিবর্তন করে জিজ্ঞেস করলেন, اللهُ اَمَرَکَ بِہٰذَا অর্থাৎ হে আল্লাহর নবী عَلَیْہِ السَّلَام! আল্লাহ পাক কি আপনাকে এটার হুকুম দিয়েছেন? বললেন: হ্যাঁ, আল্লাহ পাকের হুকুম

    এবার বিশ্বাস দেখুন! ঈমানের সুদৃঢ়তা দেখুন! অনাবাদি উপত্যকা, না পানি, না খাবার, না কোন মানুষ, না কোন পাখি এখানে ডানা মেলে আর সাথে ছোট শিশুও এতদসত্ত্বেও হযরত হাজেরা رَحْمَۃُ اللهِ عَلَیْہَا খুবই বিশ্বাসের সাথে এবং প্রশান্ত মনে বললেন: اِذًا لَا یُضَیِّعُنَا اللهُ অর্থাৎ হে আল্লাহ পাকের নবী! যদি এটা আল্লাহ পাকের হুকুম হয়,তবে আপনি ভালোবাবেই ফিরে যান, আল্লাহ পাক আমাদেরকে কখনোই ধ্বংস করবেন না

(বুখারী,হাদিস: ৩৩৬৪, পৃঃ ৮৫৮)