Yaqeen Ki Barkatain

Book Name:Yaqeen Ki Barkatain

পোষাক হালাল উপার্জনের হতে হবে আর যে পোষাক হারাম উপার্জনের হবে,তাতে ফরজ নফল কোন নামায কবুল হয় না (কাশফুল ইলতিবাস ফি ইস্তিহবাবিল লিবাস লিশ শায়খ আব্দুল হক দেহলভী, পৃঃ ৩৪) * পোষাক পরিধানের সময় ডান দিক থেকে শুরু করুন (সুন্নাত) উদাহরনস্বরূপ যখন জামা পরিধান করবেন তখন প্রথমে ডান আস্তিনে ডান হাত প্রবেশ করান এরপর বাম হাত বাম হাতে (প্রাগুপ্ত ৪৩) * এমনিভাবে পায়জামা পরিধানের সময় প্রথমে ডান পায়ায় ডান পা প্রবেশ করান আর যখন (জামা বা পায়জামা) খুলবে তখন এর বিপরীত করবে অর্থাত বাম দিক থেকে শুরু করুন

 

শোকরিয়া আদায়ের দোয়া

    দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুসারেশোকরিয়া আদায়ের দোয়া মূখস্থ করানো হয় আর দোয়াটি হল:

جَزَاکَ اللهُ خَیْرًا

    অনুবাদ: আল্লাহ পাক তোমাকে উত্তম প্রতিদান দান করুন

(মাদানী পাঞ্জে সূরা পৃঃ ২০৭)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি

 

 

            প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের  জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম

(জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)

     আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে ভালো ভালো নিয়্যতকরে নিই

. আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য নিজে নেক আমলের পুস্তিকা থেকে আজকের আখিরাতের বিষয়ে পর্যবেক্ষণ করবো এবং অপরকেও উৎসাহিত করবো

. যে সকল নেক আমলের উপর আমল হয়েছে, তার জন্য আল্লাহ পাকে হামদ (শুকরিয়া আদায়করবো

. যার উপর আমল হয় নি, তার জন্য অনুতাপ এবং ভবিষ্যতে আমল করার চেষ্টা করবো

. গুনাহ থেকে বিরতকারী কোনো নেক আমলের উপর (আল্লাহ না করুক) আমল না হলে, তবে তাওবা ইস্তিগফার করার পাশাপাশি ভবিষ্যতে গুনাহ না করার সংকল্প করবো