Book Name:Yaqeen Ki Barkatain
প্রিয় ইসলামী ভাইয়েরা! চিন্তা করার বিষয়, অনাবাদি এলাকা, দূর দূরান্ত পর্যন্ত কোন জীবের নাম নিশানাও নেই, প্রকাশ্য ভাবে এমন কোন জিনিস নেই যেটার উপর ভরসা করা যেতে পারে...!! কিন্তু আল্লাহ পাকের উপর ঈমান, ওই রাব্বে রহমান শক্তিশালি। আল্লাহ তিনি,যিনি মৃত থেকে জীবিত বের করেন। আল্লাহ পাক তিনিই,যিনি রাতকে দিন আর দিনকে রাত বানান। আল্লাহ পাক তিনি, যিনি অনাবাদি জমিনকে সবুজ সতেজ বানিয়ে দেন। আল্লাহ পাক তিনি, যিনি মরুভুমিতেও ঝর্ণা প্রবাহিত করেন,সুতরাং শুধুমাত্র আল্লাহ পাকের উপরই বিশ্বাস, কি হয়েছে এখানে পানি নেই? ওই রাব্বে কারীম তো পানি দানকারী। কি হয়েছে খাবারের কিছু নেই, রাব্বে কারীম রিযিক দানকারী। কি হয়েছে এখানে জীবের কোন চিহৃ নেই,রাব্বে কারীম বন্ধ্যা জমি আবাদকারী, সুতরাং আল্লাহ পাকের নবী عَلَیْہِ السَّلَام! আপনি ভালবাবে ফিরে যান! যখন আল্লাহ পাকের হুকুম যে, আমরা এখানে থাকি সুতরাং আমরা এখানে থাকব, আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না।
হে আশিকানে রাসূল! এই ঈমান ও বিশ্বাসের বরকত তো দেখুন! অনাবাদি এলাকা,আজ তা জাঁকঝমকপূর্ণ হয়ে গেছে। সেখানে এক ঢোক পানিও ছিল না, আল্লাহ পাক হযরত ইসমাইল عَلَیْہِ السَّلَام এর কদমের মাধ্যমে জমজমের ঝর্ণা প্রবাহিত করে দিলেন,আজ পর্যন্ত পুরো দুনিয়া এই ঝর্ণার পানি পান করছে কিন্ত সেটা শেষ হওয়ার নামও নিচ্ছে না। সেখানে দূর দূরান্ত পর্যন্ত কোন জীবের চিহৃ দেখা যেত না কিন্তু যেখানে আল্লাহ পাকের ওই নেক বান্দি হযরত হাজেরা رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর কদম লাগল, আল্লাহ পাক ওই সাফা ও মারওয়ার সায়ীকে(অর্থাত এই দুই পাহাড়ের মধ্যখানে দৌড়ানো) কিয়ামত পর্যন্ত হাজীদের জন্য ওয়াজিব করে দিলেন।
বর্তমান যুগের সবচেয়ে বড় সমস্যা
প্রিয় ইসলামী ভাইয়েরা! নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মহান বাণী শুনুন। প্রসিদ্ধ সাহাবীয়ে রাসূল হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন, রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَا اَخَافُ عَلٰی اُمَّتِی اِلَّا ضَعْفَ الْیَقِیْنِ অর্থাৎ আমার উম্মতের উপর আমার ভয় নেই,তবে বিশ্বাসের দূর্বলতার।