Yaqeen Ki Barkatain

Book Name:Yaqeen Ki Barkatain

অস্থির হয়ে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করল, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসল, হে মানব! তুমি তো শিয়ালকে দেখেছ, সিংহকে কি দেখনি? এটা কি ভালো নয় যে, তুমি সিংহের মত হবে, নিজের জন্যও প্ররিশ্রম করবে আর অন্যদেরকেও খাওয়াবে এবার ওই লোকটির হুশ ফিরে আসল আর সে মজদুরী করতে ব্যস্থ হয়ে গেল

(কুল্লিয়াতে সাদী, পৃঃ ২০০)

    যাইহোক! প্রিয় ইসলামী ভাইয়েরা! উদ্দেশ্য এটাই যে, আল্লাহ পাকের দানের উপর, তাঁর দয়ার উপর, তাঁর রহমতের উপর অবশ্যই বিশ্বাস রাখবো কিন্তু এর দ্বারা উদ্দেশ্য এটা নয় যে, আমরা প্ররিশ্রম ছেড়ে দেব যে সম্প্রদায় প্ররিশ্রম ছেড়ে দেয় আল্লাহ পাকের রহমত তাদের দিকে মনোনিবেশ করে না সুতরাং প্ররিশ্রমও করতে থাকুন এবং আল্লাহ পাকের উপর পূর্ণ বিশ্বাস অবশ্যই রাখুন

 

তোমরাই বিজয়ী হবে....!!

    প্রিয় ইসলামী ভাইয়েরা! সত্য বলছি, যদি আমাদের বিশ্বাস পাকাপোক্ত হয়ে যায় তবে সব ময়দানে সফলতা আমাদের পদচুম্বন করবে, আমরা এই দুনিয়াতে সফল হয়ে যাব এবং আখিরাতও সজ্জিত হয়ে যাবে আল্লাহ পাক কোরআনুল করীমের মধ্যে ইরশাদ করেন,

وَ اَنْتُمُ الْاَعْلَوْنَ اِنْ کُنْتُمْ مُّؤْمِنِیْنَ

(পারা , আলে ইমরান, আয়াত ১৩৯)            কানযুল ঈমানের অনুবাদ: তোমরাই বিজয়ী হবে যদি ঈমান রাখ

 

    অর্থাত হে মুসলমানরা....!! হে মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর গোলামরা ....!! বিজয়ী তোমরাই হবে ব্যাস শর্ত একটাই : সত্যিকার ঈমানদার হয়ে যাও, আল্লাহ পাকের উপর পূর্ণ ভরসা কারী হয়ে যাও এই শর্ত পূর্ণ করে, সত্যিকার ঈমান এবং অকাট্য বিশ্বাস করে নেওয়া হয় اِنْ شآءَ الله মুসলমান সব সময় বিজয়ী থাকবে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد