Yaqeen Ki Barkatain

Book Name:Yaqeen Ki Barkatain

পোষাক পরিধানের সুন্নাত আদব

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! দাওয়াতে ইসলামীর প্রতিষ্টাতা, শায়খে ত্বরীকত আমিরে আহলে সন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা১৬৩ মাদানী ফুল ’’থেকে পোষাকের কিছু মাদানী ফুল শুনি ফরমানে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم * জিনদের চোখে এবং লোকদের সতরের মধ্যখানের পর্দা হল যখন কেউ কাপড় খুলে তখন بِسْمِ اللهِ পড়ে নিবে (আল মুজামুল আউসাত,/৫৯, হাদিস:২৫০৪০) হাকিমুল উম্মত মুফতী আহমদ ইয়ার খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যেমনিভাবে প্রাচীর এবং কাপড় মানুষের দৃষ্টির জন্য আড়াল হয় তেমনিভাবে এই আল্লাহ পাকের যিকির জিনদের দৃষ্টিতে অন্তরাল হয়ে যায় যে, জিনরা তার লজ্জাস্থান দেখতে পারে না (মিরাতুল মানাজিহ,পৃঃ ২৬৮)

 

ঘোষণা

    পোষাকের বাকী সুন্নাত এবং আদব তরবিয়তী হালকায় বর্ণনা করা হবে সুতরাং সেগুলো শিখার জন্য তরবিয়তী হালকায় অবশ্যই অংশ গ্রহণ করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত

৬টি দরূদ শরীফ ও ২টি দোয়া

 

(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ

اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ

الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ

            বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন

 (আফযালুস সালাওয়াতি লা সায়্যিদিস সাদাত, ১৫১ পৃষ্ঠা)

 

(২) সমস্ত গুনাহের ক্ষমা

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍوَّعَلٰى اٰلِهٖ وَسَلِّمْ