Pyary Aaqa Ka Pyara Dost

Book Name:Pyary Aaqa Ka Pyara Dost

(২) কম সম্পদ ও সংসারী হওয়া

    প্রিয় ইসলামী ভাইয়েরা! প্রিয় নবীর প্রিয় বন্ধুর সাতটি গুণের মধ্যে দ্বিতীয় গুণ হলো: خَفِيفُ الْحَاذِ অর্থাৎ কম সম্পদশালী হওয়া এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণদুনিয়ার সম্পদ কম হওয়া, কেননা দুনিয়ার সম্পদ যদি হারাম উপায়ে উপার্জন করা হয়, তবে এর জন্য আযাব রয়েছে এবং যদি হালাল উপায়ে উপার্জন করা হয়, তবে তার জন্য হিসাব রয়েছেঅতএব দুনিয়ার প্রতি লোভ অন্তরে রাখা উচিত নয়

 

জগত হলো তোমার জন্য, তুমি জগতের জন্য নও

    পূর্ববর্তী আসমানি কিতাবগুলোতে রয়েছে: আল্লাহ পাক ইরশাদ করেন: হে আদম সন্তান! আমি সবকিছু তোমাদের উপকারের জন্য বানিয়েছি এবং তোমাদেরকে  আমার জন্য (অর্থাৎ আমার ইবাদতের জন্য) সৃষ্টি করেছি তাই নিজের সৃষ্টি উদ্দেশ্য ভুলে গিয়ে যে জন্য তোমাদের বানানো হয়েছে, তাতে মনোযোগ দিও না!

(রিসালাত ইবনে রজব, ان اغبط اوليائيহাদীসে ব্যাখ্যা, পৃষ্ঠা: ৭৪৯) 

 

ঘর না বানানোর বিস্ময়কর কারণ

    একবার হযরত ঈসা عَلَیْہِ السَّلَام একটি পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে, সেখানে একজন বৃদ্ধ লোক আল্লাহ পাকের ইবাদতে ব্যস্ত রয়েছে, তিনি বললেন: হে মানব তুমি ঘর কেন বানাওনি, যদি বানাতে, তবে শীত-গ্রীষ্ম থেকে সুরক্ষা পেতেসেই নেককার লোকটি আরয করলেন: হে রূহুল্লাহ عَلَیْہِ السَّلَام! আমি আপনার পূর্ববর্তী নবীদের খেদমতের সৌভাগ্য অর্জন করেছি, তাঁরা আমাকে বলেছেন যে, আমার জীবন ৭০০ বছরের বেশি হবে না! তাই (সময় যেহেতু অল্প) ইবাদত ছেড়ে ঘর বানানোতে ব্যস্ত হওয়া আমার পছন্দ হয়নি

(হিকায়াত কিসাস, হিকায়াত: ৫০, পৃষ্ঠা: ৭১)

 

    اَللهُ اَكْبَرُ কেমন ভাবনা, কিরূপ সুন্দর চিন্তা....! নেককার বুযুর্গের ৭০০ বছর বয়স পাওয়া ছিলো, তিনি একেও  কম মনে করছে যে, এতো কম সময়, যদি ঘর বানানোতে লেগে যায় তবে ইবাদত কবে করবো...! হায়! অপরদিকে আমরা, বয়স