Book Name:Pyary Aaqa Ka Pyara Dost
নবী, মক্কী-মাদানী মোস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বন্ধুদের মাঝেই রয়েছে এবং কেবল বন্ধু নন, বরং বন্ধুদের মাঝে সবচেয়ে বেশি যোগ্য ও ঈর্ষণীয় বন্ধু।
سُبْحٰنَ الله! কী অনন্য মর্যাদা! * কিছু কাজ আছে, যার মধ্যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। * কিছু কাজ আছে, যার মধ্যে জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ শুনানো হয়। * কিছু কাজ আছে, যার ব্যাপারে বলা হয় যে, যেই বান্দা এই কাজ করবে, সে পুলসিরাত নিরাপত্তার সহিত অতিক্রম করবে। * কিছু কাজের মাধ্যমে কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার সুসংবাদ থাকে কিন্তু উৎসর্গিত হয়ে যান! ঐ ব্যক্তির সৌভাগ্যের প্রতি, যার মধ্যে এই সাতটি গুণ পাওয়া যায়, এটি এমন উচ্চ মর্যাদা যে, তাকে জান্নাতের মালিক, নেয়ামতের বণ্টনকারী, আল্লাহর প্রিয় রাসূল
صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজের ঈর্ষণীয় বন্ধু বলেছেন।
প্রিয় ইসলামী ভাইয়েরা! রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হলেন আমাদের সকলের মুনিব, সমস্ত উম্মতের মুনিব, বরং সমগ্র বিশ্বের মুনিব, আমরা সবাই তাঁর গোলাম। যদি তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কাউকে নিজের বন্ধু বলেন, তবে তা তাঁর অসীম অনুগ্রহের নিদর্শন, এখন প্রশ্ন হলো যে, যাঁকে রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজের বন্ধু ঘোষণা করেন, তাঁর মর্যাদা কেমন হবে? ওলামায়ে কিরাম বলেন: যাঁকে রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজের বন্ধু বানিয়ে নেন, আল্লাহ পাক তাঁকে নিজের ওলী বানিয়ে নিক।
(রাসাইলে ইবনে রজব হাম্বলী, খণ্ড: ২, পৃষ্ঠা: ৭৪৩)
প্রিয় ইসলামী ভাইয়েরা! হাদীসে পাকে মোট ৭টি গুণের কথা বর্ণনা করা হয়েছে। যা অবলম্বন করে আমরা প্রিয় নবী, মক্কী-মাদানী মোস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খুবই কাছের ও প্রিয়জন হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারব। আসুন! এই ৭টি গুণের ব্যাখ্যা শুনি: