Book Name:Pyary Aaqa Ka Pyara Dost
اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামী হলো ইলমে দ্বীনের নূর বন্টনকারী দ্বীনি সংগঠন এবং এই সংগঠনের একটি লক্ষ্য এটাই যে, প্রতিটি মুসলমান কমপক্ষে মৌলিক ফরয জ্ঞান সমূহই শিখে নেয়। এই উদ্দেশ্যের মাধ্যমে দাওয়াতে ইসলামী বিভিন্ন শর্ট কোর্স পরিচালনা করে থাকে, যার মধ্যে একটি কোর্স হলো ফয়যানে নামায কোর্স। যাতে নামাযের ফরয ও ওয়াজিব, সুন্নাত ও মুস্তাহাব, নামাযের ব্যবহারিক পদ্ধতি, নামায ভঙ্গকারী কাজসমূহের বিবরণ এবং এছাড়াও আরও অনেক কিছু শেখানো হয়। এই কোর্স ফিজিক্যাল এবং অনলাইন দুইভাবে করা যায়। ফিজিক্যাল এই কোর্সে অংশগ্রহণ করার জন্য দারুস সুন্নাহ এর সাথে যোগাযোগ করুন, আর অনলাইনে অংশগ্রহণ করতে ফয়যান অনলাইন একাডেমীর ওয়েবসাইট www.Quranteacher.net ভিজিট করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বুযুর্গানে দ্বীন এবং নামাযে বিনয় ও একাগ্রতার ঘটনা
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه আল্লাহ পাকের নেককার বান্দারা ইবাদতকে অত্যন্ত গুরুত্ব দিতেন এবং খুবই মনোযোগ সহকারে, আগ্রহ ও উৎসাহের সহিত খুবই উত্তম পদ্ধতিতে ইবাদত করতেন। * হযরত দাউদ তাঈ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এত বিনয় ও একাগ্রতার সহিত নামায পড়তেন যে, সূর্য তাঁর মাথার উপর চলে আসত কিন্তু তাঁর গরমের অনুভূতি হত না। (সবয়ে সানাবিল, পৃষ্ঠা: ১৯৯) * হযরত মুসলিম বিন ইয়াসার رَضِیَ اللهُ عَنْہُ একবার নামায আদায় করছিলেন, হঠাৎ তাঁর পাশেই কোন কারণে আগুন জ্বলে উঠলো, তিনি رَضِیَ اللهُ عَنْہُ নামাযে এতই মগ্ন ছিলেন যে, তাঁর আগুন লাগার কোনো অনুভূতিও হলো না, এমনকি লোকেরা এসে আগুন নিভিয়ে দিলো। (আয যুহুদ, পৃষ্ঠা: ৩০১, নং: ১৪০৫) * হযরত আবদুল্লাহ ইবনে যুবাইর رَضِیَ اللهُ عَنْہُ যখন সেজদায় যেতেন, তখন এত দীর্ঘ সেজদা করতেন যে, পাখিরা তাঁর পিঠ মুবারককে দেয়ালের অংশ মনে করে এতে বসে যেত।
(তারিখে মদীনা দামেস্ক, খণ্ড: ২৮, পৃষ্ঠা: ১৭০)