Pyary Aaqa Ka Pyara Dost

Book Name:Pyary Aaqa Ka Pyara Dost

বয়ান শোনার নিয়্যত

    প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল(জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

প্রিয় নবীর প্রিয় বন্ধু

    তিরমিযী শরিফে রয়েছে, হযরত আবু উমামা বাহিলী رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আল্লাহ পাকের সর্বশেষ নবী, রাসুলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اِنَّ اَغْبَطَ اَوْلِیَائِی عِنْدِی নিশ্চয়ই আমার নিকট আমার বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি ঈর্ষণীয় বন্ধু সেই ব্যক্তি, (যার মধ্যে এই গুণাবলী রয়েছে) () لَمُؤْمِنٌ মুমিন হওয়া () خَفِيفُ الْحَاذِ কম মালামাল সম্পন্ন হওয়া () ذُو حَظٍّ مِنَ الصَّلَاةِ অধিকহারে নামায আদায়কারী হওয়া () اَحْسَنَ عِبَادَةَ رَبِّهِ আপন প্রতিপালকে উত্তমরূপে ইবাদতকারী হওয়া () وَاَطَاعَهُ فِي السِّرِّ  নির্জনে আল্লাহ পাকের আনুগত্যকারী হওয়া () وَكَانَ غَامِضًا فِي النَّاسِ لَا يُشَارُ اِلَيْهِ بِالْاَصَابِعِ মানুষের মাঝে অপ্রকাশিত থাকা, তার দিকে আঙুল তুলে ইঙ্গিত করা হয় না এমন হওয়া এবং () وَكَانَ رِزْقُهُ كَفَافًا فَصَبَرَ عَلَى ذَلِكَ তার জীবিকা (অর্থাৎ আয়) পরিমিত পরিমাণে হওয়া এবং সে এতে ধৈর্য ধারণকারী হওয়া(তিরমিযী: ৫৬১ পৃষ্ঠা, হাদীস: ২৩৪৭)

তার তো তুলনা নেই, যাকে তুমি ভালবাসো

    প্রিয় ইসলামী ভাইয়েরা! এই হাদীসে পাকে সাতটি বিশেষ গুণাবলীর ব্যাপারে বর্ণিত হয়েছে এবং ঈমানোদ্দীপক বিষয় হলো যে, এসব গুণ তার মাঝে রয়েছে? ইরশাদ করেন: اِنَّ اَغْبَطَ اَوْلِيَائِي عِنْدِي অর্থাৎ এই ৭টি গুণাবলী যার মাঝে রয়েছে, তিনি আমাদের প্রিয়