Book Name:Pyary Aaqa Ka Pyara Dost
ইমাম সাহেব দ্বিতীয় দলিল দিলেন, শয়তান তাও খন্ডন করল। ইমাম সাহেব এরপর তৃতীয় দলিল দিলেন, শয়তান তাও প্রত্যাখ্যান করলো, এমনকি ইমাম রাযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ৩৬০টি দলিল দিলেন শয়তান এক-এক করে সব খণ্ডন করে দিল। ইমাম রাযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর পীর সাহেব দূরে কোথাও অযু করছিলেন, তিনি তাঁর আধ্যাত্মিক শক্তির মাধ্যমে যখন ঘটনাটি দেখলেন তখন সেখান থেকেই বললেন: রাযী! কেন বলছো না যে, আমি বিনা দলিলেই আল্লাহ পাককে এক মেনে নিয়েছি। ইমাম রাযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মুর্শিদের কথা মেনে নিলেন, যখনই এরূপ বললেন সাথে সাথেই তাঁর প্রাণ বের হয়ে গেলো।
(আল-মালফুয, খণ্ড: ৪, পৃষ্ঠা: ৪৯৩-৪৯৪)
প্রিয় ইসলামী ভাইয়েরা! বুঝা গেল! যদি আমরা আমাদের ধর্ম, ঈমান ও আকিদার ভিত্তি যুক্তির ওপর রাখি, তবে এতে পথভ্রষ্ট হওয়ার, বিভ্রান্ত হওয়ার বড় আশঙ্কা থাকে । তাই ভিত্তি ভালবাসার উপর রাখুন, ওলামায়ে কিরাম বলেন: عَلَيْكُمْ بِدِيْنِ الْعَجَائِزِ অর্থাৎ তোমাদের উপর আবশ্যক যে, বৃদ্ধা মহিলাদের মতো আকিদা পোষণ করা...!
(আল-মালফুয, খণ্ড: ৪, পৃষ্ঠা: ৪৩৩)
বৃদ্ধা মহিলারা তাদের দৃষ্টিভঙ্গি এবং আকিদায় অত্যন্ত দৃঢ় হয়ে থাকে। তাঁদেরকে যাই বলা হোক, যতই দলিল দোয়া হোক, বিজ্ঞান, দর্শন যা কিছুই বোঝানো হোক না কেন, তাদের যেই আকিদা, তারা এতে দৃঢ় থাকে। এটাই আমাদের শিক্ষা দেয়া হয়েছে যে, আমরা আকিদা এবং ঈমানের ব্যাপারে এমনই দৃঢ় হয়ে যায়, আমরা নিজের ইচ্ছেমতো আকিদা বানাব না। আমাদের চিন্তা-ভাবনা ও দৃষ্টিভঙ্গির উপর চলব না। ঐ আকিদা অবলম্বন করবো, যা কুরআনে করীম বলেছে, * যা হাদীসে পাকে এসেছে, * যা সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ
الرِّضْوَان, * আউলিয়ায়ে কিরাম,
* গাউসে পাক, * দাতা হুযুর, * আলা হযরত رَحِمَہُمُ اللهُ
عَلَیْہِمْ اَجْمَعِیْن আমাদের শিখিয়েছেন। অতঃপর এই আকিদার উপর আমাদের চোখ বন্ধ। কোন কিছুই আমাদের জ্ঞানে আসে না, তবে তাতে আমাদের জ্ঞানের দুর্বলতা রয়েছে, যা আমরা দেখছি না, তাতে আমাদের চোখের দুর্বলতা রয়েছে, আমাদের রবের কুরআনও সত্য, তাঁর প্রিয় রাসূল صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণীও সত্য! ব্যস আমরা শুধু এটিই মেনে চলব!