Book Name:Pyary Aaqa Ka Pyara Dost
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! সুগন্ধির সুন্নাত ও আদব সম্পর্কে কিছু মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি। প্রথমে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ২টি বাণী শুনুন: (১) ইরশাদ করেন: আমার তোমাদের দুনিয়ায় তিনটি জিনিস পছন্দ: সুগন্ধি, মহিলা এবং আমার চোখের শীতলতা নামাযকে বানানো হয়েছে। (সুনানে নাসায়ী, পৃষ্ঠা ৬৪৪, হাদীস: ৩৯৪৫) (২) ইরশাদ করেন: চারটি জিনিস নবীদের সুন্নাতের অন্তর্ভুক্ত: বিবাহ, মিসওয়াক, লজ্জা এবং সুগন্ধি লাগানো। (মিশকাতুল মাসাবিহ, ১/৮৮, হাদীস: ৩৮২) * প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সুগন্ধির উপহার ফিরিয়ে দিতেন না। (সুন্নাত আউর আদাব, পৃষ্ঠা ৮৫) * জুমার নামাযের জন্য সুগন্ধি লাগানো মুস্তাহাব। (বাহারে শরীয়ত, ১/৭৭৪, অংশ ৪) * নামাযে আল্লাহ পাকের সাথে মুনাজাত রয়েছে, তো এর জন্য সাজ-সজ্জা করা, আতর লাগানো মুস্তাহাব। (নেকীর দাওয়াত, পৃষ্ঠা ২০৭) * প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সবসময় উত্তম সুগন্ধি ব্যবহার করতেন এবং অন্যদেরকেও এর উপদেশ দিতেন। (সুন্নাত আউর আদাব, পৃষ্ঠা ৮৩) * অপছন্দনীয় গন্ধ বা দূর্গন্ধ পছন্দ করতেন না। (সুন্নাত আউর আদাব, পৃষ্ঠা ৮৩)
(ঘোষণা)
সুগন্ধির অবশিষ্ট সুন্নাত ও আদব তরবিয়্যতি হালকায় বর্ণনা করা হবে, অতএব তা জানতে তরবিয়্যতি হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد