Pyary Aaqa Ka Pyara Dost

Book Name:Pyary Aaqa Ka Pyara Dost

সুগন্ধির সুন্নাত ও আদব

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! সুগন্ধি সুন্নাত দব সম্পর্কে কিছু মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি প্রথমে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ২টি বাণী শুনুন: () ইরশাদ করে: আমার তোমাদের দুনিয়ায় তিনটি জিনিস পছন্দ: সুগন্ধি, মহিলা এবং আমার চোখের শীতলতা নামাযকে বানানো হয়েছে(সুনানে নাসায়ী, পৃষ্ঠা ৬৪৪, হাদীস: ৩৯৪৫) () ইরশাদ করে: চারটি জিনিস নবীদের সুন্নাতে অন্তর্ভুক্ত: বিবাহ, মিসওয়াক, লজ্জা এবং সুগন্ধি লাগানো(মিশকাতুল মাসাবিহ, /৮৮, হাদীস: ৩৮২) * প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সুগন্ধির উপহার ফিরিয়ে দিতেন না (সুন্নাত উর দা, পৃষ্ঠা ৮৫) * জুমার নামাযে জন্য সুগন্ধি লাগানো মুস্তাহাব (বাহারে রীয়ত, /৭৭৪, অংশ ) * নামাযে আল্লাহ পাকে সাথে মুনাজাত য়েছে, তো এর জন্য সাজ-সজ্জা করা, আতর লাগানো মুস্তাহাব(নেকী দাওয়াত, পৃষ্ঠা ২০৭) * প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সবসময় উত্তম সুগন্ধি ব্যবহার করতেন এবং অন্যদেরকেও এর উপদেশ দিতেন(সুন্নাত উর আদাব, পৃষ্ঠা ৮৩) * পছন্দনী গন্ধ বা দূর্গন্ধ পছন্দ করতেন না(সুন্নাত উর আদাব, পৃষ্ঠা ৮৩)

(ঘোষণা)

    সুগন্ধির অবশিষ্ট সুন্নাত আদব তরবিয়্যতি হালকায় বর্ণনা করা হবে, অতএব তা জানতে তরবিয়্যতি হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد