Pyary Aaqa Ka Pyara Dost

Book Name:Pyary Aaqa Ka Pyara Dost

জিজ্ঞাসা করবে: তোমরা কি হিসাব দিয়ে দিয়েছ? তারা বলবে: আমরা হিসাব দিইনিফেরেশতারা আবার জিজ্ঞাসা করবে: তোমরা কি পুলসীরাত অতিক্রম করে নিয়েছ? তারা উত্তর দিবে: আমরা পুলসীরাত দেখিনি ফেরেশতারা বারও জিজ্ঞাসা করবে: তোমরা কি জাহান্নাম দেখেছো? তারা বলবে: আমরা কিছুই দেখিনি তখন ফেরেশতারা তাদের বলবে: তোমরা কার উম্মতের অন্তর্ভুক্ত? সেই সৌভাগ্যবান জান্নাতি বলবে: আমরা ইমামুল ম্বিয়া, হযরত মুহাম্মদে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উম্মত ফেরেশতারা বলবে: আমরা তোমাদের আল্লাহ পাকের শপথ দিচ্ছি, বলে দুনিয়ায় তোমাদের আমল কী ছিল? তারা উত্তর দিবে: আমাদের টি অভ্যাস ছিল, যা কারণে আমরা আল্লাহ পাকের দয়া এবং অনুগ্রহে এই মর্যাদায় পৌঁছেছি; () আমরা একাকীত্বেও আল্লাহ পাকের বাধ্যতায় লজ্জা পেতাম এবং () আমরা আল্লাহ পাকের প্রদত্ত সামান্য রিযিকে সন্তুষ্ট থাকতাম (কুতুল কুলুব, খণ্ড: , পৃষ্ঠা: ৬৫)

    হে আশিকানে রাসূল! যে ব্যক্তি আল্লাহ পাকের প্রদত্ত সামান্য রিযিকে সন্তুষ্ট থাকবে, আল্লাহ পাক তার সামান্য আমলে সন্তুষ্ট হবে যারা প্রতিপালকে সামান্য রিযিকে সন্তুষ্ট থাকবে, তারা নিজেদে কবর থেকে উড়ে জান্নাতে চলে যাবে, তারা না হাশরের ময়দানের  দিকে যাবে, না আমলনামা তাদের হাতে দেওয়া হবে, না হিসাব-নিকাশ হবে, না পুলসীরাত অতিক্রম করতে পারবো, যা চুলের চেয়ে সূক্ষ এবং  তলোয়ারের চেয়ে ধারালোচিন্তা করুন! তারা কত সৌভাগ্যবান হবে, যারা এসব ধাপ থেকে বিরত থেকে নিজেদে কবর থেকে উড়ে সোজা জান্নাতে চলে যাবে আহ! আমরা যেন আল্লাহ পাকের দেওয়া সামান্য রিযিকে সন্তুষ্ট য়ে যাই

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাক আমাদের সবাইকে এই ৭টি সুন্দর গুণাবলী অর্জন করার তৌফিক দান করুকহায়! মাদের যদি রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পছন্দনীয় বান্দা ওয়া নসীব হয়ে যায়

اٰمین بِجاہِ خاتَمِ النَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد