Pyary Aaqa Ka Pyara Dost

Book Name:Pyary Aaqa Ka Pyara Dost

হযরত সাঈদ বিন আবী ওয়াকাস رَضِیَ اللهُ عَنْہُ তাঁর ছেলের বুকে হাত দিয়ে বললেন: اُسْکُتْ চুপ থাকো...! অতঃপর তিনি رَضِیَ اللهُ عَنْہُ একটি হাদীসে পাক শুনালেন এবং বললেন: আমি সর্বশেষ নবী, রাসূলে হাশমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে ইরশাদ করতে শুনেছি যে, إِنَّ اللَّہَ یُحِبُّ الْعَبْدَ التَّقِیَّ الْغَنِیَّ الْخَفِیَّ নিশ্চয়ই আল্লাহ পাক তাকওয়াবান এবং অপ্রসিদ্ধ বান্দাকে ভালোবাসেন (মুসলিম, কিতাবুয যুহুদ, পৃষ্ঠা: ১১৩৫, হাদীস: ২৯৬৫)

 

    سُبْحٰنَ الله! জানা গেল যে, অপ্রসিদ্ধতাও একটি নেয়ামতআল্লাহ পাক অপ্রসিদ্ধ বান্দাকে পছন্দ করেন, হায়! আফসোস...! আজকাল আমাদের অবস্থা খুবই ভয়াবহ সস্তা খ্যাতি অর্জনে যেন দৌড়াচ্ছি * কী শহর * কী গ্রাম * কী ছোট * কী বড়, সবাই একের পর এক সেলফি তুলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খ্যাতি অর্জন করার চেষ্টায় রয়েছে
* অনেকে তো অহেতুক এবং গুনাহে ভরা ভিডিও বানিয়ে নিজেকে প্রসিদ্ধ করানোর চেষ্টায় রয়েছে * আহ! আমরা যখন কাপড় কিনি, তখন এমন কাপড় কেনার চিন্তা করি যাতে লোকেরা দেখে বাহবা দিতে থাকে * সুগন্ধি কিনলে, তবে এমনটা চাই যাতে লাগিয়ে যেখানেই যাই চারপাশ মুখরিত হয়ে যাক * আফসোস! আমরা পায়ে পরিধান করার জুতা পছন্ধ করার ক্ষেত্রেও এই কারণে ঘণ্টার পর ঘণ্টা লাগিয়ে দিই যে, জুতা যেন এমন হয় যে দেখবে সে যেন তাকিয়ে থাকে * বিয়ের সময় লোক দেখানো * ঈদের সময় লোক দেখানো আহ! আমরা যেন খ্যাতি অর্জনের মতো ধ্বংসযজ্ঞতায় পতিতকারী বাতেনী রোগ থেকে মুক্তি পেয়ে যাই, হায়! আমরা যেন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনকারী হয়ে যাই, হায়! আমরা যেন জীবন আল্লাহ পাকের সন্তুষ্টি মূলক কাজে অতিবাহিতকারী হয়ে যাই হাদীসে পাকে রয়েছে: ২টি ক্ষুধার্ত নেকড়ে ছাগলের পালে যতটা ধ্বংসযজ্ঞতা চালায়, সম্পদ খ্যাতির মোহ এরচেয়ে বেশি ধ্বংসযজ্ঞতা মানুষের দ্বীনে চালায় (তিরমিযী, কিতাবুয যুহুদ, পৃষ্ঠা: ৫৬৫, হাদীস: ২৩৭৬)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد