Book Name:Pyary Aaqa Ka Pyara Dost
প্রিয় নবীর প্রিয় বন্ধুর ৭টি গুণের মধ্যে পঞ্চম গুণ হলো:
وَأَطَاعَهُ
فِي السِّرِّ অর্থাৎ একাকীত্বেও আপন প্রতিপালকের আনুগত্যকারী হওয়া।
প্রিয় ইসলামী ভাইয়েরা! দেখা যায় যে, মানুষ মানুষকে অনেক ভয় করে, যেমন পিতামাতা বা সম্মানিত শিক্ষকের সামনে গালি দিতে ভয় করে কিন্তু আফসোস! আল্লাহ পাককে, যেভাবে তাঁকে ভয় করার কথা, সেভাবে ভয় করে না। যদি কোন ক্ষমতাধর ব্যক্তি সামনে থাকে, তবে তাকে এত ভয় পায় যে, কথাও বের হয় না, তার সাথে নম্রভাবে কথা বলার ও শোনার চেষ্টা করে কিন্তু আল্লাহ পাক দেখছেন, এই অনুভূতি বহুলাংশে কমে গেছে। এ কারণেই একাকীত্বে গুনাহ থেকে বেঁচে থাকা খুবই কঠিন হয়ে যাচ্ছে।
হায়! আমাদের যেন আল্লাহ পাককে ভয় করা এবং তাঁর প্রতি লজ্জা নসীব হয়ে যায়। বর্ণনায় এসেছে: একবার এক সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হয়ে আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমাকে উপদেশ দিন! রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: আল্লাহ পাককে এমনভাবে লজ্জা করো, যেমন আপন সমাজের নেককার লোকদের লজ্জা করে থাকো।
(শুয়াবুল ঈমান, খণ্ড: ৬, পৃষ্ঠা: ১৪৬, হাদীস: ৭৭৩৮)
এটি খুবই মূল্যবান একটি উপদেশ। আমরা আমাদের ব্যাপারে ভেবে নিই * কোন নেককার লোক আমাদের দেখছে তখন কি আমরা গালি দিই? দিই না। * আমরা কি নির্লজ্জ কথা বলি? বলি না। * মোবাইলে মন্দ ও গুনাহে ভরা বিষয় দেখি? দেখি না। আল্লাহর দয়ায়, যদি আমাদের একদিন, মাত্র একদিন কোন নেক পরহেযগার বান্দার সাথে সময় কাটানো নসীব হয়ে যায়, তবে আমরা নিজেরাই ভেবে নিই যে, কতশত আমাদের দৈনন্দিন কাজ এমন রয়েছে, যা আমরা এই নেককার বান্দার সাথে থাকার কারণে করবো না। এটি হচ্ছে একজন নেককার বান্দার আমাদের দেখার প্রভাব। আর আল্লাহ পাক তো সবসময় আমাদের দেখছেন, তিনি তো আমাদের কন্ঠরগ থেকেও নিকটে। যখন একজন