Pyary Aaqa Ka Pyara Dost

Book Name:Pyary Aaqa Ka Pyara Dost

(৭) পরিমিত রিযিকে ধৈর্য্যধারনকারী হওয়া

    প্রিয় নবীর প্রিয় বন্ধুর ৭টি গুণের মধ্যে সপ্তম গুণ হলো: পরিমিত রিযিকে ধৈর্য্যধারণকারী হওয়া অর্থাৎ আল্লাহ পাক তাকে যেটুকু রিযিক দিয়েছেন, তাতে সন্তুষ্ট থাকা, তাতে খুশি থাকা এবং আল্লাহ পাকের সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকা

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

যে সামান্য রিযিকে সন্তুষ্ট থাকে...!!

    মুসলমানদের চতুর্থ খলিফা, হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন যে, আল্লাহ পাকের সর্বশেষ নবী, রাসূলে হাশমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَنْ رَضِيَ مِنَ اللهِ بِالْيَسِيرِ مِنَ الرِّزْقِ رَضِيَ اللهُ مِنْهُ بِالْقَلِيلِ مِنَ الْعَمَلِ  অর্থাৎ যে আল্লাহ পাকে দেওয়া সামান্য রিযিকে সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ পাক তার সামান্য আমলের প্রতি সন্তুষ্ট য়ে যাবেন

(আল আদাব লিল বায়হাকি, পৃষ্ঠা: ৩০৭, হাদীস: ৯৩৪)

    মুফতী আহমদ ইয়া খাঁ নাঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যদি তুমি সামান্য রিযিক পেয়ে অনেক কৃতজ্ঞতা প্রকাশ রো, তবে আল্লাহ পাক তোমা সামান্য আমলকে অনেক গুরুত্ব প্রদান করবেন

(মিরাতুল মনাজিহ, খণ্ড: , পৃষ্ঠা: ৮৪)

 

সন্তুষ্টিতে সন্তুষ্টশীলদের  জন্য সুখবর

    আল্লাহ পাকে সর্বশেষ নবী, রাসূলে হাশমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করে: طُوبٰی لِمَنۡ ھُدِیَ لِلۡاِسۡلَامِ وَكَانَ عَيْشُهُ كَفَافًا، وَقَنَعَ অর্থাৎ সুখবর তার জন্য, যাকে ইসলামের হেদায়ত দেয়া হয়েছে এবং তার আয় জীবনযাপনের জন্য যথেষ্ট এবং সে পর সন্তুষ্ট থাকে

(তিরমিযী, কিতাবু যুহু, পৃষ্ঠা: ৫৬১, হাদীস: ২৩৪৯)

 

সামান্য রিযিকে সন্তুষ্ট থাকা লোকদের মর্যাদা

    এক হাদীসে পাকে রয়েছে: যখন কিয়ামতের দিন হবে, তখন আল্লাহ পাক আমার উম্মতের একটি দলকে ডানা প্রদান করবেন, যার মাধ্যমে তারা তাদের কবর থেকে উড়ে জান্নাতে চলে যাবে এবং সেখানে যা চ্ছা তা উপভোগ করবেফেরেশতারা তাদের