Book Name:Pyary Aaqa Ka Pyara Dost
(৪) উত্তম পদ্ধতিতে ইবাদতকারী হওয়া
হে আশিকানে রাসূল! প্রিয় নবীর প্রিয় বন্ধুর ৭টি গুণের মধ্যে চতুর্থ গুণ হল: اَحْسَنَ عِبَادَةَ رَبِّه অর্থাৎ আপন প্রতিপালকের উত্তম পদ্ধতিতে ইবাদতকারী হও। অর্থাৎ যখন বান্দা ইবাদত করে, তখন * ফরয * ওয়াজিব * সুন্নাত * মুস্তাহাব ইত্যাদির প্রতি দৃষ্টি রেখে * উত্তম পদ্ধতিতে * বিনয় ও একাগ্রতার সহিত * একনিষ্ঠতার সহিত
* একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়তে ইবাদত করে। সেই সৌভাগ্যবানই প্রিয় নবীর প্রিয় বন্ধু।
এটিও খুবই সুন্দর গুণ। আজকাল এই ক্ষেত্রেও অবস্থা ব্যস এমনই, প্রথমত ইবাদতের প্রতি আগ্রহ না থাকারই সমান। আর যদি ইবাদত করেও তবে এর হকের প্রতি দৃষ্টি খুবই কম লোকই রাখতে পারে। * পূর্ণ মনোযোগ সহকারে ইবাদত করতে পারে না * যখন ইবাদত শুরু করে, কাজের কথা মনে পড়তে থাকে * তাড়াহুড়া শুরু হয়ে যায় * আর কিছু না হলে তবে ফোন বেজে ওঠে এবং মনোযোগ সরে যায়
* অতঃপর ইবাদতের ফরয, ওয়াজিব এবং সুন্নাত ইত্যাদির জ্ঞানও প্রায় না থাকার সমান। * তিলাওয়াত করলে তবে উচ্চারণ ঠিক নেই, ফরযের সমান তাজবীদও জানে না * নামাযের ফরয কয়টি, ওয়াজিব কয়টি, সুন্নাত কয়টি, সাধারণত এসব জানেই না * অতঃপর একনিষ্ঠতার অবস্থা দেখুন, তবে খুবই কঠিন অবস্থা দেখা যায়, লৌকিকতা, আত্মপ্রসাদ এবং জানিনা কিরূপ বাতেনী রোগ আমাদেরকে ঘিরে রাখে।
যা হোক! এ সবই সমস্যা, এর কারণে আমাদের ইবাদত করা থেকে বিরত থাকা উচিত নয়। আমরা ইবাদত করব এবং সাথে সাথে ইবাদতের হকসমূহও শিখতে থাকব, উত্তম থেকে উত্তম পদ্ধতিতে ইবাদত করার চেষ্টা করব, اِنْ شَآءَ الله শিখতে শিখতে শিখেই যাবে। তবে আমাদের উচিত যে, ইবাদত পূর্ণ মনোযোগ সহকারে করা, পূর্ণ প্রস্তুতি সহকারে করা, যতটা সম্ভব অন্তরের বিনয় ও একাগ্রতা এবং একনিষ্ঠতাও সৃষ্টি করার চেষ্টা করতে থাকা।