Pyary Aaqa Ka Pyara Dost

Book Name:Pyary Aaqa Ka Pyara Dost

() অধিক হারে নামায আদায়কারী হওয়া

    প্রিয় ইসলামী ভাইয়েরা! প্রিয় নবীর প্রিয় বন্ধুর সাতটি গুণের মধ্যে তৃতীয় গুণ হলো: ذُو حَظٍّ مِنَ الصَّلَاةِ অর্থাৎ অধিকহারে নামায আদায়কারী হওয়া

    অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামায যা প্রতিদিনকার ফরয, তা তো পড়তেই হবে, এর পাশাপাশি বান্দা অধিকহারে নফল নামায আদায়কারী হওয়া, * যেমন; তাহাজ্জুদ গুজার হওয়া * ইশরাক * চাশত * এবং আওয়াবিনের নফল আদায়কারী হওয়া * রাতেও  নফল নামায আদায়ে অভ্যস্ত হওয়া, এমন সৌভাগ্যবান ব্যক্তি সম্পর্কে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: সে আমার বন্ধুদের মধ্যে ঈর্ষণী বন্ধু

 

 

 

সর্বাবস্থায় ফরয নামায আদায় করুন

    اَللهُ اَكْبَرُ কিরূপ শান অধিকহারে নফল নামায আদায়কারীর...! হায়! আমাদেরও যেন এরূপ তাওফিক নসীব হয়ে যায়আফসোস! আমাদের অবস্থা তো এমন যে, ফরয নামাযও অনেক কষ্টে আদায় হয়এমন অনেকেই রয়েছে, যারা নামাই পড়ে না, নামায কাযা করে দেয়, যারা পড়ে, তাদের মধ্যে নিয়মিত পাঁচ ওয়াক্ত আদায়কারী খুবই কম পাওয়া যাবে * কখনো দুই ওয়াক্ত পড়ে * কখনো চার ওয়াক্ত পড়ে
* ফজরের সময় চোখ খুললে তো ঠিক আছে, অন্যথায় ফজরও কাযা
* যোহর এবং আসরে কাজের ব্যস্ততা ছিলো, সুতরাং সময় পায়নি আর নামায কাযা করে দিলো...! এটি কিরূপ আফসোসের বিষয়, বান্দাকে আপন প্রতিপালকের নিকট উপস্থিত হওয়ার সময় হচ্ছে না...!! 

    আল্লাহ পাক আমাদের অবস্থার প্রতি দয়া করুক মনে রাখবেন! ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামায ছেড়ে দেওয়া হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার কাজআল্লাহ পাক কুরআনুল করীমে ইরশাদ করেন:

فَخَلَفَ مِنۡۢ بَعۡدِھِمۡ خَلۡفٌ اَضَاعُوا الصَّلٰوۃَ وَ اتَّبَعُوا الشَّہَوٰتِ فَسَوۡفَ یَلۡقَوۡنَ  غَیًّا )۵۹(

(পারা ১৬, সূরা মরিয়ম, আয়াত ৫৯)   কানযুল ঈমানের অনুবাদ: অতঃপর তাদের পর তাদের স্থলে ওই অপদার্থ উত্তরাধিকারীগণ এলো, যারা নামাযগুলো নষ্ট করেছে এবং নিজেদের