Pyary Aaqa Ka Pyara Dost

Book Name:Pyary Aaqa Ka Pyara Dost

১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ হলো   মাদানী কোর্স

    প্রিয় ইসলামী ভাইয়েরা! দুনিয়া এবং এর আরাম আয়েশ থেকে মুক্তি পেতে, খোদাভীরুতা তাওয়াকার নেয়ামত লাভ করতে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান! ১২টি দ্বীনি কাজও প্রবল উৎসাহ উদ্দীপনার সহিত করুন! اِنْ شَآءَ الله দুনিয়া আখিরাতের অসংখ্য মঙ্গল নসীব হবে ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ হল মাদানী কোর্স اَلْحَمْدُ لِلّٰه * দাওয়াতে ইসলামী ইলমে দ্বীনের নূর বন্টনকারী দ্বীনি সংগঠন * কমপক্ষে ফরয ইলমে দ্বীন যেমন: অযু, গোসল, নামায, নামাযে জানাযা, রোযা, যাকাত ইত্যাদির গুরুত্বপূর্ণ মাসআলা তো প্রত্যেক মুসলমানকে অবশ্যই শিখতে হবে, দাওয়াতে ইসলামী এর জন্য সচেষ্ট * এই উদ্দেশ্যকে সামনে রেখে দাওয়াতে ইসলামী অনেক শর্ট কোর্স আয়োজন করে, যেমন;
* দিনের ফয়যানে নামায কোর্স * দিনের ১২টি দ্বীনি কাজ কোর্স * দিনের আমল সংশোধন কোর্স এছাড়াও আরো অনেক কোর্স রয়েছে * আপনারাও এই সংক্ষিপ্ত কোর্সগুলো করে নিন! اِنْ شَآءَ الله অনেক বরকত অর্জিত হবে * দ্বীন শিখলে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন * রিযিকে বরকত হবে * ইলমে দ্বীনের ভান্ডার অর্জিত হবে * নেকীর মানসিকতা গড়ে উঠবে * আল্লাহ পাকের ইবাদত সঠিক পদ্ধতি করতে পারবেন, ফলে اِنْ شَآءَ الله দয়াই দয়া হবে * শর্ট কোর্সের এই সুবিধাও হয় যে, মানুষ অনুধাবন না করেই অনেক কিছু শিখে নেয় * কাজকর্মেও ডিস্ট্রার্ব (Disturb) হয় না এবং কয়েক দিনের মধ্যে যথেষ্ট জ্ঞান লাভ করা যায় * যেমন নামাযের বিধি-বিধান মাসাআলা এত বেশি যে, কিতাব পরিপূর্ণ হয়ে যায়, আমাদের মতো মানুষ এত বড় বড় কিতাব কিভাবে পড়ব? এত সময় কিভাবে বের করব? সুতরাং সহজ উপায় হল, দিনের ফয়যানে নামায কোর্স করে নেয়া, اِنْ شَآءَ الله এই বড় বড় কিতাবগুলোর সারাংশ আমাদের শিখিয়ে দেয়া হবে * অতঃপর দ্বীনি পরিবেশও অর্জিত হবে * নেককার লোকেদের সাহচর্যও নসীব হবে, এর আলাদা বরকত রয়েছে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

() একাকীত্বেও আপন প্রতিপালকের আনুগত্যকারী হওয়া