Book Name:Pyary Aaqa Ka Pyara Dost
১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ হলো মাদানী কোর্স
প্রিয় ইসলামী ভাইয়েরা! দুনিয়া এবং এর আরাম ও আয়েশ থেকে মুক্তি পেতে, খোদাভীরুতা ও তাওয়াকার নেয়ামত লাভ করতে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান! ১২টি দ্বীনি কাজও প্রবল উৎসাহ ও উদ্দীপনার সহিত করুন! اِنْ شَآءَ الله দুনিয়া ও আখিরাতের অসংখ্য মঙ্গল নসীব হবে। ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ হল মাদানী কোর্স। اَلْحَمْدُ
لِلّٰه * দাওয়াতে ইসলামী ইলমে দ্বীনের নূর বন্টনকারী দ্বীনি সংগঠন * কমপক্ষে ফরয ইলমে দ্বীন যেমন: অযু, গোসল, নামায, নামাযে জানাযা, রোযা, যাকাত ইত্যাদির গুরুত্বপূর্ণ মাসআলা তো প্রত্যেক মুসলমানকে অবশ্যই শিখতে হবে, দাওয়াতে ইসলামী এর জন্য সচেষ্ট। * এই উদ্দেশ্যকে সামনে রেখে দাওয়াতে ইসলামী অনেক শর্ট কোর্স আয়োজন করে, যেমন;
* ৭ দিনের ফয়যানে নামায কোর্স * ৭ দিনের ১২টি দ্বীনি কাজ কোর্স * ৭ দিনের আমল সংশোধন কোর্স। এছাড়াও আরো অনেক কোর্স রয়েছে। * আপনারাও এই সংক্ষিপ্ত কোর্সগুলো করে নিন! اِنْ شَآءَ الله অনেক বরকত অর্জিত হবে। * দ্বীন শিখলে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন * রিযিকে বরকত হবে * ইলমে দ্বীনের ভান্ডার অর্জিত হবে * নেকীর মানসিকতা গড়ে উঠবে * আল্লাহ পাকের ইবাদত সঠিক পদ্ধতি করতে পারবেন, ফলে اِنْ شَآءَ الله দয়াই দয়া হবে * শর্ট কোর্সের এই সুবিধাও হয় যে, মানুষ অনুধাবন না করেই অনেক কিছু শিখে নেয়। * কাজকর্মেও ডিস্ট্রার্ব (Disturb) হয় না এবং কয়েক দিনের মধ্যে যথেষ্ট জ্ঞান লাভ করা যায়। * যেমন নামাযের বিধি-বিধান ও মাসাআলা এত বেশি যে, কিতাব পরিপূর্ণ হয়ে যায়, আমাদের মতো মানুষ এত বড় বড় কিতাব কিভাবে পড়ব? এত সময় কিভাবে বের করব? সুতরাং সহজ উপায় হল, ৭ দিনের ফয়যানে নামায কোর্স করে নেয়া, اِنْ شَآءَ الله এই বড় বড় কিতাবগুলোর সারাংশ আমাদের শিখিয়ে দেয়া হবে * অতঃপর দ্বীনি পরিবেশও অর্জিত হবে * নেককার লোকেদের সাহচর্যও নসীব হবে, এর আলাদা বরকত রয়েছে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
(৫) একাকীত্বেও আপন প্রতিপালকের আনুগত্যকারী হওয়া