Pyary Aaqa Ka Pyara Dost

Book Name:Pyary Aaqa Ka Pyara Dost

বান্দাকে আমরা এত লজ্জা করছি বরং বান্দাও দূরের বিষয়, ক্যামেরা লাগানো থাকলে তবে আমরা অসংখ্য গুনাহ মন্দ কাজ থেকে নিজেদের রক্ষা করি, তবে আল্লাহ পাকের প্রতি আমাদের কতটা লজ্জা করা উচিত...!! তিনি আমাদের প্রতিপালক, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, বান্দা এই ভেবে যে, আমাকে কেউ দেখছে না, গুনাহে পড়ে যাই আর আল্লাহ পাক আমাদের দেখছেন, এই বিষয়টির কোনোও তোয়াক্কা করি না, এটি কতটা লজ্জাজনক বিষয়...!! আমাদের উচিত যে, আমরা একাকীত্বেও এবং মানুষের সামনেও সবসময় আল্লাহ পাকের আনুগত্য করতে থাকবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

(৬) মানুষের মাঝে অপ্রসিদ্ধ হওয়া

    প্রিয় নবীর প্রিয় বন্ধুর ৭টি গুণের মধ্যে ৬ষ্ঠ  গুণ হলো: وَكَانَ غَامِضًا فِي النَّاسِ لَا يُشَارُ اِلَيْهِ بِالْاَصَابِعِ সে মানুষের মাঝে অপ্রসিদ্ধ থাকে, মানুষ তার দিকে আঙুল দিয়ে ইশারা রে না

    একই অর্থের একটি হাদীসে পাকের আলোকে হাকিমুল উম্মত, মুফতী আহমদ ইয়ার খাঁ নাঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: অর্থাৎ দুনিয়াবী সাফল্য, ধন-সম্পদ, সুস্বাস্থ্য, শক্তিতে, অনুরূপভাবে দ্বীনি সাফল্য যেমন: ইলম, ইবাদত রিয়াযতে খ্যাতিমান হয়ো না কারণ জনসাধারণের জন্য খ্যাতি ভয়ঙ্কর হয়ে থাকে, এতে সাধারণত অন্তরে অহংকার গর্ব সৃষ্টি হয়ে যায়, এমন খ্যাতির চেয়ে অপ্রসিদ্ধি ভালোতবে হ্যাঁ! কিছু বান্দা এমনও রয়েছে যে, যারা খ্যাতিতে অহংকারী হয় না, তারা মনে করে যে, সুনাম বা দূর্নাম আল্লাহ পাকের হাতে, মানুষের কোন নির্ভরতা নেই, তাদের জিন্দাবাদ মুর্দাবাদ শ্লোগান দিতে দেরী হয় না

(মিরাতুল মানাজিহ, খণ্ড: , পৃষ্ঠা: ১৩৬)

 

আল্লাহ পাক অপ্রসিদ্ধ বান্দাদের ভালোবাসেন

    একদিন হযরত সাঈদ বিন আবী ওয়াকাস رَضِیَ اللهُ عَنْہُ তাঁর পশুদের দেখাশোনা করছিলেন, তখন তাঁর ছেলে উমর বিন সাঈদ এসে বলল: আব্বাজান! আপনি এখানে উট-ছাগলের দেখাশুনা করছেন, অথচ মানুষ ওখানে খেলাফতের আলোচনা করছেন,