Pyary Aaqa Ka Pyara Dost

Book Name:Pyary Aaqa Ka Pyara Dost

সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ১৭ এপ্রিল ২০২৫ইং

() সুন্নাত আদব শেখা: মিনিট, () দোয়া শেখা: মিনিট,
(
) পর্যালোচনা: মিনিট মোট সময়কাল- ১৫ মিনিট

 

 

সুগন্ধির অবশিষ্ট সুন্নাত ও আদব

    * পুরুষদের নিজেদের পোশাকে এমন সুগন্ধি ব্যবহার করা উচিত, যা সুবাশ ড়াবে কিন্তু কাপড়ের কোনো দাগ ইত্যাদি দৃশ্যমান হবে না (সুন্নাত উর দা, পৃষ্ঠা ৮৫) * মহিলাদের জন্য সুগন্ধি ব্যবহারে নিষেধাজ্ঞা তখনই হবে, যখন সেই সুগন্ধি পরপুরুষ পর্যন্ত পৌঁছা, যদি তারা ঘরে সুগন্ধি ব্যবহার করে, যার সুবাশ স্বামী বা সন্তান, মা-বাবার নিকট পৌঁছায়, তবে সমস্যা নেই (সুন্নাত উর দা, পৃষ্ঠা ৮৫) * ইসলামী বোনদের এমন সুগন্ধি ব্যবহার করা উচিত নয়, যার গন্ধ পরপুরুষ পর্যন্ত পৌঁছা (সুন্নাত উর দা, পৃষ্ঠা ৮৬) * প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করে: মহিলা সুগন্ধি লাগিয়ে কোনো সমাবেশের পাশ দিয়ে যায়, তবে সে এমন, অর্থাৎ ব্যভিচারিণী (তিরমিযী, /৩৬১, হাদীস: ২৭৯৫) * প্রিয় নবী
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মহত্বপূর্ণ অভ্যাস ছিল যে, তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم "মুশক" মাথা মুবারকের চুল এবং দাঁড়ি মুবারকে লাগাতেন(সুন্নাত উর দা, পৃষ্ঠা ৮৩) * এয়ার ফ্রেশনার ব্যবহার থেকে বিরত থাকা উচিত

(সুন্নাত উর দা, পৃষ্ঠা ৮৪)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

 

নতুন পোশাক পরার সময়কার দোয়া

    দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুযায়ী "নতুন পোশাক পরার সময়কা দোয়া" মুখস্ত করানো হবে সে দোয়াটি হল:

اَلْحَمْدُ لِلّٰہِ الَّذِی کَسَانِی مَا اُوَارِیْ بِہٖ عَوْرَتِی وَاَتَجَمَّلُ بَہٖ فِی حَیَاتِیْ

    অনুবাদ: সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাকে কাপড় পরিধান করিয়েছেন, যার মাধ্যমে আমি আমার সতর ঢেকে রাখি, আর এর মাধ্যমে আমি জীবনে সৌন্দর্য্য লাভ করছি (মাদানী পাঞ্জেসূরা, পৃষ্ঠা ২১৫)