Pyary Aaqa Ka Pyara Dost

Book Name:Pyary Aaqa Ka Pyara Dost

ছাগলের পা

    হযরত আবু উবাইদ رَضِیَ اللهُ عَنْہُ সাহাবীয়ে রাসূলে ছিলেনএকবার তিনি رَضِیَ اللهُ عَنْہُ রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে খাবারের দাওয়াত দিলেন এবং ছাগলের মাংস রান্না করলেনখাবার শুরু হলো, তখন নবী রী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: نَاوِلْنِیْ ذِرَاعَہَا আমাকে এর সামনের পা দাও! প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সামনের পায়ের মাংস পছন্দ ছিলোহযরত আবু উবাইদ رَضِیَ اللهُ عَنْہُ সামনের পা প্রদান করলেন, কিছুক্ষণ পর রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আবার ইরশাদ করলেন: نَاوِلْنِی الذِّرَاعَ আমাকে সামনের পা দাও! হযরত আবু উবাইদ رَضِیَ اللهُ عَنْہُ দ্বিতীয় পাটিও প্রদান করলেন তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আবারো ইরশাদ করলেন: نَاوِلْنِی الذِّرَاعَ আমাকে সামনের পা দাও! হযরত উবাইদ رَضِیَ اللهُ عَنْہُ আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! ছাগলের সামনের পা কয়টি থাকে? (অর্থাৎ একটি ছাগলের সামনের পা দুইটিই থাকে এবং দুটিই আমি প্রদান করে দিয়েছি) কথা শুনে নবী রী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: সত্তার শপথ, যার হাতে আমার জীবন! যদি তুমি চুপ থাকতে, তবে যতক্ষণ আমি চাইতাম, তুমি আমাকে ছাগলের সামনের পা দিতে পারতে, ছাগলের সামনের পা কখনো শেষ হতো না!

(সুনানে দারেমী, মুকাদ্দামা, পৃষ্ঠা: ৪০, হাদীস: ৪৫)

 

    এখানে দেখুন! সাহাবীয়ে রাসূলকে কিরূপ শিক্ষা দেয়া হলোছাগলের সামনের পা ২টি থাকে, এই বিষয়টি একেবারে স্পষ্ট, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জানেন, সাহাবীয়ে রাসূলও জানেন কিন্তু রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم শিক্ষা দিলেন যে, চোখে দেখা বাস্তবতার দিকে যেও না! আমার বাণীর উপর ভিত্তি রাখো! আজ যদি তুমি আমার বাণীর প্রতি চোখ বন্ধ করে নিতে, তবে আমি চাইতে থাকতাম আর তুমি দিতে থাকতে, ছাগলের সামনের পা কখনোই শেষ হতো না

    আল্লাহ পাক আমাদের এমন দৃঢ় ঈমান, অগাড় বিশ্বাস রাখার তাওফিক নসীব করুকاٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم