Book Name:Muy e Mubarak Ke Waqiat
নেক আমল নাম্বার ৩২ এর উৎসাহ
اَلْحَمْدُ لِلّٰه বর্তমান এই ফিতনা ফ্যাসাদের যুগে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী হৃদয়ে রাসূল প্রেম জাগ্রত করা, নেকীর দাওয়াত দেয়া ও নেককার নামাযী বানানোর চেষ্টায় রত রয়েছে।
আপনিও দা’ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান। সাব-ইউনিটের ১২টি দ্বীনি কাজে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন। মাদানী কাফেলায় সফর ও নেক আমলের উপর আমল করুন। اِنْ شَآءَ الله দ্বীন ও দুনিয়ার অসংখ্য বরকত নসীব হবে।
হে আশিকানে রাসূল, যে ব্যক্তি আশিকানে রাসূল হয়ে থাকে সে আপন প্রিয় রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নাতের উপর আমলকারী হয়ে থাকে। আর সে কেমন আশিক, যে আশিকে রাসূল হওয়ার দাবী করে অথচ সুন্নাতের উপর আমল করে না?
শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আমাদেরকে নেককার নামাযী ও সুন্নাতের অনুসারী বানাতে “৭২টি নেক আমল” দান করেছেন এই “৭২টি নেক আমল” এর মধ্যে একটি, নেক আমল নাম্বার ৩২ হলো: আপনি কি আজ যোহরের চার রাকাত পূর্বের সুন্নাত ফরযের পূর্বে আদায় করেছেন?
অনেক লোক সুন্নাতের ক্ষেত্রে অলস হয়ে থাকে। সুতরাং নেক আমলের উপর আমল করার বরকতে আমরা সুন্নাতে উপর আমলকারী হয়ে যাবো। আল্লাহ পাক আমাদেরকে সুন্নাতের উপর আমলকারী বানিয়ে দিন। اٰمِين
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
মিসওয়াকের সুন্নাত ও আদব
প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন! শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা “১৬৩ মাদানী ফুল” থেকে মিসওয়াকের সুন্নাত ও আদব শ্রবণ করি।