Muy e Mubarak Ke Waqiat

Book Name:Muy e Mubarak Ke Waqiat

রাখছো যে, খানায়ে কাবার ভিতর মাথায় কুরআন রেখেও তুমি এটা বলবে যে, আমি আব্দুল্লাহর ছেলে তাহলে প্রিয়! শুধুমাত্র একজন মহিলা বলে দেয়াতে তুমি মেনে নিয়েছো আর বিশ্বাস করে নিয়েছো যে, তোমার বাবা আব্দুল্লাহ আজ শত শত বছর ধরে হাজারো, লাখো মানুষ এটা বলে আসছে যে, এই চুল মুবারক প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এরই চুল শরীফ, তাহলে যদি আমরা এই বিষয়টি বিশ্বাস করি নিই তবে এতে মতবিরোধ কিসের?

 

    আমার এই আন্তরিক কথাবার্তা শুনে সে এমনভাবে প্রভাবিত (Impress) হলো যে, কান্না করে দিলো এমনকি সে আমার হাঁটুতে মাথা রেখে কাঁদতে লাগলো আর বললো, হুযুর! আমি তাওবা করছি, এখন থেকে আর কখনো এই পবিত্র চুল মুবারকের অবমাননা করবো না আর আমি নিশ্চিত হয়ে গেছি যে, হাজারো লাখো মুসলমানের কথা মিথ্যা ভুল হতে পারে না

 

    এরপর সেই যুবক বলতে লাগলো, হুযুর! আমার হৃদয়ে একটি সন্দেহ রয়েছে যেটা আমাকে কাটার মতো আঘাত করছে এই ব্যাপারেও কিছু বলুন, বলতে লাগলো, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে এই দুনিয়াতে পাঠানো হয়েছে প্রায় সাড়ে ১৩ শত বছরের অধিক হয়ে গেছে এতো দীর্ঘ সময় চুল তো দূরের কথা কোন হাঁড়ও তো আসল অবস্থায় মজুদ থাকতে পারে না কোন চুল কি সাড়ে ১৩ শত বছর পর্যন্ত পঁচে গলে যাওয়া ব্যতীত নিজস্ব অবস্থায় নিখুঁত থাকতে পারে? আমি বললাম, পুত্র! তুমি একদম ঠিক বলেছো আমার আর তোমার চুল সাড়ে ১৩ শত বছর তো দূরের কথা বছরও এই অবস্থায় টিকে থাকতে পারে না কিন্তু নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী হলো, اِنَّ اللهَ حَرَّمَ عَلَی الْاَرْضِ اَنْ تَاْکُلَ اَجْسَادَ الْانبیاءِ فَنَبِیُّ الله حَیٌّ یُّرْزَقُ অর্থাৎ আল্লাহ পাক নবীদের খাওয়াকে জমিনের জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ পাকে সকল নবী জীবিত এবং তাঁদেরকে রিযিক দেয়া হয় (ইবনে মাজাহ, ২৬৩ পৃষ্ঠা,হাদীস:১৬৩৭)

 

    এই হাদীস শরীফ থেকে প্রমাণিত হচ্ছে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জীবিত রয়েছেন, সুতরাং তাঁদের দেহ পচে গলে যাওয়া অসম্ভব এবং রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ