Book Name:Muy e Mubarak Ke Waqiat
শায়খুল হাদীস হযরত আল্লামা আব্দুল মুস্তফা আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন, একবার কোন এক জায়গায় চুল মুবারকের যিয়ারতের মাহফিল ছিলো। লোকেরা যিয়ারত করছিলো, হঠাৎ ওখানে এক যুবক দাঁড়িয়ে গেল, সে উপস্থিত লোকদের বলতে লাগলো, কি প্রমাণ আছে যে এটি রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চুল? এ ব্যাপারে অনেক চিল্লাচিল্লি কথা কাটাকাটি হয়। শেষ পর্যন্ত এলাকাবাসীরা ঐ যুবককে নিয়ে আমার নিকট দারূল উলুমে চলে আসলো। ঐ যুবক খুবই সাহসিকতার সহিত আমার সাথে আলাপ শুরু করলো। সে আমাকে এটা বললো যে, আপনি প্রমাণ করুন, অমুক জায়গায় যেই চুল মুবারক রয়েছে, তা রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চুল মুবারক। সেটার কি কোন প্রমাণ আছে? আমি তাকে অত্যন্ত নম্রতা ও আন্তরিকতার সহিত জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? বললো, আব্দুল কাদির। এরপর আমি বললাম, তোমার পিতার নাম কি? বললো, আব্দুল্লাহ। আমি এক মিনিট চুপ রইলাম। অতঃপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি আব্দুল্লাহর ছেলে? সে বললো, জি হ্যাঁ। আমি পুনরায় এক মিনিট নিরব রইলাম, এরপর জিজ্ঞাসা করলাম, তুমি কি আব্দুল্লাহর পুত্র? আমার এই প্রশ্নে সে রেগে গিয়ে চিৎকার করে বললো, আপনি কি আমাকে বার বার এই প্রশ্নটিই করতে থাকবেন? হ্যাঁ আমি আব্দুল্লাহর ছেলে। আমি চুপ রইলাম। যখন তার রাগ তীব্র হয়ে গেলো তো আমি বললাম, আমি মানি না যে, তুমি আব্দুল্লাহর ছেলে। তোমার কাছে এমন কি প্রমাণ আছে যে, তুমি আব্দুল্লাহর ছেলে? যতক্ষণ পর্যন্ত তুমি এটার প্রমাণ উপস্থাপন করতে পারবে না, আমি কখনো তোমাকে আব্দুল্লাহর ছেলে হিসেবে মানতে পারবো না।
এটা শুনে সে চুপ হয়ে গেলো। এখন আমি বললাম, কথা বলছো না কেন? কোন প্রমাণ আছে কি যে, তুমি আব্দুল্লাহর ছেলে? এইবারও সে চুপ রইলো কিন্তু তার মন খারাপ হয়ে গেলো। যখন অনূভব করলাম যে, সে কোন উত্তর দিতে পাচ্ছে না, তখন আমি নিজেই বললাম, ভাই! এটা ব্যতীত তোমার কাছে আর কি প্রমাণ আছে যে, তোমার মা বলেছে তুমি আব্দুল্লাহরই ছেলে? তোমার মা ছাড়া তুমি আব্দুল্লাহর ছেলে হওয়ার ব্যাপারে দুনিয়াতে না কোন সাক্ষী আর না কোন প্রমাণ আছে।কিন্তু শুধুমাত্র নিজের মায়ের কথার উপর ভিত্তি করে আব্দুল্লাহ তোমার বাবা হওয়ার ব্যাপারে এতো দৃঢ় আস্থা