Muy e Mubarak Ke Waqiat

Book Name:Muy e Mubarak Ke Waqiat

তাবারুকের উৎসাহ

    (): প্রিয় ইসলামী ভাইয়েরা! নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم চুল মুবারক বণ্টন করেছেন থেকে দ্বিতীয় মাদানী ফুল এটা শিখতে পারলাম যে, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم স্বয়ং এই বিষয়টি পছন্দ করতেন যে, উম্মতেরা আপন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক তাবারুক স্মৃতি হিসেবে সংরক্ষণ করবে এবং এর থেকে বরকত অর্জন করবে এজন্য সাহাবায়ে কেরামদের رَضِیَ اللهُ عَنْہُمْ নিকট বরকত স্মৃতি হিসেবে নিজের চুল মুবারক বণ্টন করেছেন

 

    اَلْحَمْدُ لِلّٰه সাহাবায়ে কেরামগণ رَضِیَ اللهُ عَنْہُمْ প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এই তাবাররুক সমূহের প্রতি খুবই গুরুত্ব প্রদান করেছেন

 

তাঁরা এগুলো যত্ন আদব সহকারে সংরক্ষিত রেখেছেন

    তাঁরা সেগুলো থেকে বরকত অর্জন করলেন অতঃপর তাঁদের থেকে চুল মুবারক পরবর্তীদের নিকট হস্তান্তরিত হলো সেই চুল মুবারক এক বংশ থেকে অন্য বংশে হস্তান্তরিত হলো আর اَلْحَمْدُ لِلّٰه আজও অনেক আশিকানে রাসূলের নিকট তা সংরক্ষিত রয়েছে

 

চুল মুবারক হাতে নিয়ে ফেললেন

    নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم একবার সাফা মারওয়া ভ্রমন করছিলেন তখন দাড়ি মুবারক থেকে একটি দাড়ি পৃথক হয়ে নিচের দিকে তাশরিফ নিচ্ছিলো হযরত আবু আইয়ুব আনসারী رَضِیَ اللهُ عَنْہُ দ্রুত সামনে অগ্রসর হলেন এবং মাটিতে পৌঁছার আগেই দাড়ি মুবারকটি নিজের হাতে নিয়ে ফেললেন

 

    রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁকে দোয়া দিতে গিয়ে ইরশাদ করলেন, আল্লাহ পাক তোমার থেকে প্রত্যেক ধরনের অপছন্দনীয় বিষয় দূর করে দিন (মুজামে কবীর, খণ্ড , পৃষ্ঠা: ৬২, হাদীস: ৩৯৪২)