Book Name:Muy e Mubarak Ke Waqiat
হযরত ওসমান বিন আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ বলেন, একবার পরিবারের লোকেরা আমাকেও হযরত উম্মে সালমা رَضِیَ اللهُ عَنْہَا এর নিকট পাঠালেন, আমি রুপার বক্সে উঁকি মারলাম তো কয়েকটি লাল চুল দেখলাম।
(বুখারী, ১৪৮০ পৃষ্ঠা, হাদীস: ৫৮৯৬)
হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদীসে মুবারকার ব্যাখ্যায় বলেন, চুলের এই লাল রং কলপের কারণে ছিলো না বরং সেই চুলগুলো সুগন্ধির মধ্যে রাখা হয়েছিলো, এই রঙ সেই সুগন্ধির রঙ ছিলো। এই হাদীসব শরীফ দ্বারা কিছু উপকার সাধিত হয়েছে, (১): একটি হলো সাহাবায়ে কেরামগণ رَضِیَ اللهُ عَنْہُمْ নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চুল মুবারক বরকতের জন্য নিজেদের ঘরে রাখতেন। (২): দ্বিতীয় উপকার হলো যে, ঐ চুল মুবারকরে খুবই আদব ও সম্মান করতেন, এজন্য বিশেষ বক্স বানাতেন এবং এতে সুগন্ধি লাগাতেন। (৩): তৃতীয়ত, সাহাবায়ে কেরামগণ رَضِیَ اللهُ عَنْہُمْ রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চুল মুবারককে বিপদ দূরকারী, আরোগ্য লাভের উপায় মনে করতেন। তাইতো সেগুলোকে পানিতে গোসল দিয়ে শিফার জন্য পান করতেন। (মিরাতুল মানাজিহ, খণ্ড: ৬, পৃষ্ঠা: ২৪৮)
তাবারুকের মাধ্যমে আরোগ্যের দলিল
কুরআনে করীমে রয়েছে, হযরত ইউসুফ عَلَیْہِ السَّلَام এর সম্মানিত পিতা, হযরত ইয়াকুব عَلَیْہِ السَّلَام মুবারক দৃষ্টিশক্তি কমে এলে হযরত ইউসুফ عَلَیْہِ السَّلَام তাঁর ভাইদেরকে বললেন,
اِذْهَبُوْا بِقَمِیْصِیْ هٰذَا
(পারা ১৩, সূরা ইউসুফ, আয়াত ৯৩) কানযুল ঈমান থেকে অনুবাদ: আমার এই জামা নিয়ে যাও।
اَللهُ اَكْبَرُ চিন্তার বিষয়। যখন হযরত ইউসুফ عَلَیْہِ السَّلَام এর দেহ মুবারকের সাথে অস্থায়ীভাবে স্পর্শ হওয়া কাপড় আরোগ্য লাভের উপায় হয়, তখন হযরত ইউসুফ عَلَیْہِ السَّلَام এরও আক্বা, তাজেদারে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দেহ মুবারকের সাথে সংযুক্ত, দেহের অংশ হয়ে থাকা চুল মুবারক কিভাবে আরোগ্য লাভের উপায় হবে না?