Muy e Mubarak Ke Waqiat

Book Name:Muy e Mubarak Ke Waqiat

(পারা ২৯, সূরা জ্বীন, আয়াত ২৬-২৭)       কানযুল ঈমান থেকে অনুবাদ: আল্লাহ অদৃশ্যের জ্ঞাত সুতরাং আপন অদৃশ্যের উপর কাউকে তিনি ক্ষমতাবান করেন না, আপন মনোনীত রাসূলগণ ব্যতীত

 

    বোঝা গেলো, আল্লাহ পাক অদৃশ্য সম্পর্কে জ্ঞাত এবং তিনি তাঁর মনোনীত রাসূলদেরকেও অদৃশ্যের জ্ঞান দান করে থাকেন

 

বাকী রইলো, মৃত্যুর সময় জেনে নেয়া

    তো মায়ের পেটে তাকদির লেখক ফেরেশতাও জানে যে, কে কখন আর কোথায় মরবে

 

    জি হ্যাঁ! হাদীসে পাকে রয়েছে: হযরত মাসউদ رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত, রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন, তোমাদের মধ্যে প্রত্যেকেই মাতৃগর্ভে ৪০ দিন পর্যন্ত শুক্রাণু হিসেবে থাকে এরপর ৪০ দিন জমাট বাধা রক্ত, অতঃপর ৪০ দিন মাংসপিণ্ড আকারে এরপর আল্লাহ পাক একজন ফেরেশতাকে ৪টি বিষয় বলে প্রেরণ করেন

 

    তখন ফেরেশতা তার আমল, তার মৃত্যু, তার রিযিক এবং তার দূর্ভাগ্য বা সৌভাগ্য সবকিছু লিপিবদ্ধ করে দেন এরপর এতে রুহ সঞ্চারণ করা হয় তো তাঁর শপথ যিনি ছাড়া কোন উপাস্য নেই, তোমাদের মধ্যে অনেকে জান্নাতীদের কাজ করতে থাকে এমনকি তার এবং জান্নাতের মাঝখানে শুধুমাত্র এক হাত দূরত্ব অবশিষ্ট থাকে হঠাৎ তাকদিরের লিখনী তার সামনে এসে যায় আর দোযখীদের কাজ করে বসে অতঃপর সেখানেই পৌঁছে যায় তোমাদের মধ্যে অনেকে দোযখীদের কাজ করে থাকে, এমনকি তার এবং দোযখের মাঝখানে শুধুমাত্র এক হাত দূরত্ব অবশিষ্ট থাকে হঠাৎ তাকদিরের লিখনী তার সামনে এসে যায় আর সে জান্নাতীদের কাজ করে অতঃপর এতে প্রবেশ করে

(বুখারী, ৮২৪ পৃষ্ঠা, হাদীস: ৩২০৮)

 

اَللّٰہُمَّ اِنِّیْ اَسْئَلُکَ الْجَنَّۃَ الْفِرْدَوْسَ بِغَیْرِ حِسَاب