Book Name:Muy e Mubarak Ke Waqiat
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
চুল মুবারকের দিওয়ানা
বলখের এক ব্যবসায়ী ছিলো, যে অনেক সম্পদশালী ছিলো। দুনিয়াবী ধন সম্পদের পাশাপাশি তার নিকট এক অমূল্য রত্ন অর্থাৎ নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ৩টি চুল মুবারক রক্ষিত ছিলো। ঐ ব্যবসায়ী ছিলেন দুই পুত্র সন্তানের পিতা। ব্যবসায়ীর ইন্তেকালের পর দুই ছেলে সমস্ত সম্পদ নিজেদের মধ্যে সমান সমান করে বণ্টন করে নিলো। কিন্তু তাদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয়, সমস্যাটি হলো, তাদের কাছে রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চুল মুবারক ছিলো ৩টি। সুতরাং বড় ছেলে ছোট ছেলেকে বললো, একটি চুল তুমি রাখো, আরেকটি আমি রাখবো আর তৃতীয়টি দুইভাগ করে নিবো। এইভাবে চুল মুবারকও বণ্টন হয়ে যাবে।
ব্যবসায়ীর ছোট ছেলে আশিকে রাসূল ছিলো, অস্থির হয়ে বললো, আমি কখনো এটা মেনে নিবো না যে রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চুল মুবারককে দুই টুকরো করা হবে। বড় ছেলে যার দুনিয়াবী সম্পদের লালসা ছিলো, সে বললো, যদি তোমার চুল মুবারকের প্রতি এতই ভালবাসা থাকে নিজের ভাগের সমস্ত সম্পদ আমাকে দিয়ে দাও আর চুল মুবারক তিনটি তুমি নিয়ে নাও।
একজন সত্যিকার আশিকের আর কি প্রয়োজন?
ছোট ছেলে তৎক্ষণাৎ প্রস্তাব গ্রহণ করে নিজের সমস্ত সম্পত্তির বিনিময়ে রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চুল মুবারক নিয়ে নিলো। এরপর ছোট ছেলে চুল মুবারক