Book Name:Muy e Mubarak Ke Waqiat
ঐ বরকত সম্পন্ন মাযার শরীফের সদকায় আমাদেরকেও ইশকে রাসূলের নিয়ামত দ্বারা ধন্য করুন। আহ! আমরা গুনাহগারদেরও যদি চুল মুবারকের যিয়ারত ও বরকত নসীব হতো।
কুরআনে করীমে চুল মুবারকের উল্লেখ
পারা: ৩০, সূরা দোহা, আয়াত: ১-২ এ আল্লাহ পাক ইরশাদ করেন,
وَ الضُّحٰىۙ(۱) وَ الَّیْلِ اِذَا سَجٰىۙ(۲)
(পারা ৩০, সূরা দোহা, আয়াত ১-২)
কানযুল ঈমান থেকে অনুবাদ: চাশতের শপথ, এবং শপথ রাতের, যখন তা পর্দা আবৃত করে।
যখন সূর্য উদিত হয়ে উপরে উঠে যায়, এটা চাশতের সময়। এটা ঐ সময় যখন আল্লাহ পাক হযরত মূসা عَلَیْہِ السَّلَام কে তাঁর সাথে কথা বলার তাওফিক দান করেছিলেন। এই সময় ফিরআউনের আহবানকৃত যাদুকর হযরত মূসা عَلَیْہِ السَّلَام এর কালিমা পাঠ করে আল্লাহ পাকের নিকট সিজদায় অবনত হয়েছিলো। কতিপয় মুফাসসিরে কেরাম বলেন, এই আয়াতে চাশত দ্বারা আল্লাহ পাকের প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নুরের দিকে ইশারা করা হয়েছে এবং রাত দ্বারা প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সুগন্ধিময় চুলকে উদ্দেশ্য করা হয়েছে।
(তাফসীরে খাযায়িনুল ইরফান, পারা: ৩০, সূরা দোহা, ১-২নং আয়াতের পাদটিকা, ১১০৮ পৃষ্ঠা)
অর্থাৎ এই অবস্থায় আয়াতে করীমার অর্থ হবে, হে মাহবুব (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم), আপনার উজ্জল চেহারার এবং আপনার চুল মুবারকের শপথ। যখন আপনি ঐ সুন্দর চেহারার উপর পর্দা রাখেন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
রাসূলে পাকের চুল মুবারক কেমন ছিলো ?
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সর্বদা মাথা মুবারকে পূর্ণ চুল রাখতেন (অর্থাৎ এমন কখনো হতো না যে, কোথাও কেটে ফেললেন আর কোথাও রেখে দিলেন। চুল রাখলে পুরো মাথায় রাখতেন নয়তো পুরো মাথা মুন্ডন করতেন)।