Book Name:Muy e Mubarak Ke Waqiat
তাবাররুক সম্পর্কে দলিল চাওয়া কেমন?
سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন যে, চুল মুবারকের কেমন মহান বরকত রয়েছে। اَلْحَمْدُ لِلّٰه আজও অনেক আশিকের নিকট চুল মুবারক রয়েছে, তারা তা মাঝে মাঝে যিয়ারতও করাতে থাকেন। যখনই সুযোগ হয়, চেষ্টা করে যিয়ারতের সৌভাগ্য অর্জন করা উচিত। যদিওবা কিছুক্ষণের জন্য লাইনে অপেক্ষা করতে হয় তো কোন সমস্যা নেই, বিশ্বাস করুন! যদি চুল মুবারকের একটি ঝলক দেখে নেয়া যায়, তবে তার জন্য মানুষ সারা দুনিয়ার সকল সম্পদও ব্যয় করে দেয় তবে তাও কম হবে। কিছু বিবেকহীন লোক এই ব্যাপারে বিভিন্ন ধরনের প্রশ্ন তুলে থাকে, এসব মূর্খরা নিজেরাও বঞ্চিত থাকে আর অন্যদেরও মানসিকতা নষ্ট করে দেয়।
আল্লাহ পাক আমাদেরকে এরূপ মূর্খদের থেকে রক্ষা করুক।
আ’লা হযরত, ইমামে আহলে সুন্নাত, ইমাম আহমদ রযা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন (সারাংশ), এটা সত্য যে, নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর লাঠি মুবারক থেকে তাবারুক রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যুগ ও সাহাবায়ে কেরামদের رَضِیَ اللهُ عَنْہُمْ যুগ থেকে শুরু করে এখনো পর্যন্ত প্রচলন রয়েছে আর তা পছন্দনীয় ও মুস্তাহাব হওয়ার উপর মুসলমানদের ঐক্যমত রয়েছে। এমন জায়গায় (অর্থাৎ তাবাররুকের ক্ষেত্রে) নিশ্চিত প্রমাণের কোনই প্রয়োজন নেই। এর অনুসন্ধানের পেছনে পড়া এবং অনুসন্ধান ব্যতীত তাবাররুকের সম্মান করা থেকে বিরত থাকা, মহা বঞ্চনা, দূর্ভাগ্যের বিষয়। ইমামগণ শুধুমাত্র রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র নামে কোন জিনিসের প্রসিদ্ধ হওয়াই সেটার সম্মানের জন্য যথেষ্ট মনে করতেন। (ফতোওয়ায়ে রযবীয়া, খণ্ড: ১৪, পৃষ্ঠা: ৪১৪ - ৪১৫) যেমনটি ইমাম কাযী আয়ায মালেকী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন, যেই বস্তু প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র নামে প্রসিদ্ধ, সেটার সম্মান করাও রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি সম্মানের অন্তর্ভূক্ত। (কিতাবুশ শিফা বিতা’রিফ হুকুকুল মুস্তফা, অংশ: ২, পৃষ্ঠা: ৪৭)
চুল মুবারক সম্পর্কিত চমৎকার আলোচনা