Muy e Mubarak Ke Waqiat

Book Name:Muy e Mubarak Ke Waqiat

চুল মুবারক বণ্টন কেন করলেন?

    আল্লামা যুরক্বানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন, রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজের চুল মুবারক সাহাবায়ে কেরামদের عَلَیْہِمُ الرِّضْوَان মধ্যে এজন্য বণ্টন করেছেন যাতে সেগুলো তাঁদের মধ্যে বরকত স্বরূপ স্মৃতি হিসেবে থাকে আর এর দ্বারা আল্লাহ পাকে প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ওফাতের নিকটবর্তী সময়ের দিকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন

(শরহে যুরক্বানী আলাল মাওয়াহিব, ১১/৪৩৭)

 

    سُبْحٰنَ الله!  প্রিয় ইসলামী ভাইয়েরা! হতে আমরা ২টি মাদানী ফুল শিখতে পারি: () প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আল্লাহ পাকে দানক্রমে অদৃশ্যে বিষয় সম্পর্কে জানতেন এবং নিজের ওফাত শরীফের সময়ও জানতেন

 

    এজন্য রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বিদায় হজ্বে উম্মতের প্রতি বিশেষ দয়া করেছেন এবং নিজের স্মৃতিচারণের উপকরণও দান করেছেন

 

ওফাতের সময় কি জানা যায়?

    কুরআনে করীমে যা ইরশাদ হয়েছে:

 

وَ مَا تَدۡرِیۡ نَفۡسٌۢ بِاَیِّ  اَرۡضٍ تَمُوۡتُ ؕ

(পারা ২১, সূরা লোকমান, আয়াত ৩৪)      কানযুল ঈমান থেকে অনুবাদ: এবং কেউ জানেনা কোন ভূ-খন্ডে মৃত্যুবরণ করবে

 

    এর অর্থ হলো আল্লাহ পাকে পক্ষ থেকে জানিয়ে দেয়া ব্যতীত কেউ স্বয়ং নিজের মৃত্যুর সময় এবং স্থান সম্পর্কে জানতে পারে না হ্যাঁ! আল্লাহ পাক কাউকে এই বিষয়ে জানিয়ে দিতে চাইলে নিশ্চয় তিনি এর ক্ষমতা রাখেন তিনি নিজের বান্দাদের মধ্যে যাকে যতোটুকু ইচ্ছা অদৃশ্যের সংবাদ জানিয়ে থাকেন

 

    যেমন; কুরআনে করীমে ইরশাদ হয়েছে;

 

عٰلِمُ الۡغَیۡبِ فَلَا یُظۡہِرُ عَلٰی غَیۡبِہٖۤ اَحَدًا (ۙ۲۶) اِلَّا مَنِ ارۡتَضٰی مِنۡ رَّسُوۡلٍ