Book Name:Muy e Mubarak Ke Waqiat
রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চুল মুবারক কখনো অর্ধ কান পর্যন্ত হতো, কখনো কান মুবারকের লতি পর্যন্ত আবার কখনো বড় হয়ে কাঁধ মুবারক চুম্বন করতো।
আল্লাহ পাকের প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চুল মুবারক না কোঁকড়ানো ছিলো আর না একদম সোজা বরং এই দু’টি অবস্থার মাঝামাঝি ছিলো। (সিরাতে মুস্তফা, ৫৬৭ পৃষ্ঠা)
বাবরি চুল রাখা সুন্নাত
প্রিয় ইসলামী ভাইয়েরা, এই বর্ণনা হতে প্রমাণিত হয়েছে যে, আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সর্বদা মাথা মুবারকে বাবরি চুল রাখতেন। ইহরামের অবস্থা ব্যতীত চুল ছোট বা মুন্ডানোর কোনো প্রমাণ নেই। আহ! আমরা গোলামদেরও যদি সুন্নাতের অনুসরণে বাবরি চুল রাখা নসীব হতো। আহ! বর্তমানে চুলের আশ্চর্যজনক কাটছাট প্রচলিত হয়েছে। অনেকে তো এমন অপদার্থ যে, তারা মহিলাদের মতো কাঁধের নিচ পর্যন্ত লম্বা লম্বা চুল রাখে। আবার অনেকে এমনও রয়েছে, যারা চুলে কাটছাট করে বিভিন্ন ধরনের ডিজাইন বানিয়ে থাকে। এখন তো মূর্খতা এমনভাবে বেড়ে গেছে যে, অনেক ফ্যাশনপ্রেমিরা মহিলাদের ন্যায় লম্বা চুল রাখছে। অতঃপর ঝুঁটি বানিয়ে ঘোরাফেরা করছে।
পুরুষেরা ঝুঁটি রাখা কি জায়িয নাকি জায়িয নয়?
মালফুযাতে আ’লা হযরতে সায়্যিদী আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে প্রশ্ন করা হলো "পুরুষের চুলে ঝুঁটি রাখা কি জায়িয নাকি জায়িয নেই?" আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন, " হারাম।" হাদীসে পাকে রয়েছে, রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন, لَعَنَ اللهُ الْمُتَشَبِّھِیْنَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ وَالْمُتَشَبِّھَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ অর্থাৎ আল্লাহ পাকের অভিশাপ এমন পুরুষদের উপর যারা মহিলাদের সাথে সাদৃশ্যতা রাখে। আর এমন মহিলাদের উপরও অভিশাপ যারা পুরুষের সাথে সাদৃশ্য সৃষ্টি করে।
(মুসনাদে ইমাম আহমদ, ১/৭২৭, হাদীস: ৩১৫১)