Book Name:Muy e Mubarak Ke Waqiat
ইমাম আহমদ বিন হাম্বল এর চুল মুবারকের প্রতি ভালোবাসা
মহান আশিকে রাসূল হযরত ইমাম আহমদ বিন হাম্বল رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর নিকট রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর একটি চুল মুবারক ছিলো। তিনি চুল মুবারককে কখনো নিজের ঠোঁট লাগিয়ে চুমু খেতেন, কখনো চোখের উপর রাখতেন এবং অসুস্থ অবস্থায় চুল মুবারক পানিতে চুবিয়ে ধৌত করা পানি পান করতেন আর আরোগ্য লাভ করতেন।
(সিয়রে আলামুন নুবালা, খণ্ড: ৯, পৃষ্ঠা: ৪৫৭)
তোমরা সর্বদা সফল হবে
প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চুল মুবারক শুধুমাত্র আরোগ্যের উপলক্ষ্য নয়, বিপদ দূরকারীও। প্রসিদ্ধ সাহাবি হযরত খালিদ বিন ওয়ালিদ رَضِیَ اللهُ عَنْہُ বলেন, বিদায় হজ্বের সময় রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم চুল মুণ্ডন করালেন। তখন আমি রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চুল মুবারকের মধ্য হতে কিছু চুল নিজের নিকট রাখলাম। নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাকে ইরশাদ করলেন, مَا تَصْنَعُ بِہٰوُ لَا ءِ یَا خَالِدُ হে খালিদ, তুমি এই চুলগুলো দিয়ে কি করবে? আমি আরয করলাম, اَتَبَرَّکُ بِہَا یَا رَسُوْلَ الله وَاسْتَعِیْنُ بِہَا عَلَی الْقِتَالِ قِتَالَ اَعْدَائِیْ ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم, আমি এই চুল মুবারক তাবারুক হিসেবে নিজের কাছে রাখবো এবং যুদ্ধের মধ্যে এর দ্বারা সাহায্য অর্জন করবো। এটা শুনে রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত খালিদ বিন ওয়ালিদ رَضِیَ اللهُ عَنْہُ এর মুবারক ভক্তির উপর নববী মোহর লাগিয়ে দিয়ে ইরশাদ করলেন, لَا تَزَالُ مَنْصُوْراً مَا دَامَتْ مَعَکَ অর্থাৎ খালিদ, যতক্ষণ পর্যন্ত এই চুল তোমার নিকট থাকবে, এর বরকতে তুমি সর্বদা বিজয়ী হবে।
হযরত খালিদ বিন ওয়ালিদ رَضِیَ اللهُ عَنْہُ বলেন, তখন থেকে আমি চুল মুবারক নিজের টুপির ভেতরে সংরক্ষণ করে নিয়েছি। আমি যখনই শত্রুদের মোকাবেলায় যেতাম তখন চুল মুবারকের বরকতে শত্রুরা সর্বদা পরাজিত হতো। (ফতোহুশ শাম, খণ্ড: ১, পৃষ্ঠা: ২৫৮)