Muy e Mubarak Ke Waqiat

Book Name:Muy e Mubarak Ke Waqiat

وَسَلَّم এর চুল শরীফ নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দেহের একটি অঙ্গ তাই আল্লাহ পাক হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এই চুলকেও এই ফযীলত দান করেছেন যে, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দেহ মুবারকের ন্যায় কখনো পচে গলে যেতে পারে না

 

    এটা শুনে যুবক পুনরায় কাঁদতে লাগলো আর বললো, আল্লাহ পাকে শপথ! আমার সমস্ত সন্দেহ দূর হয়ে গেছে আর আমি নিশ্চিত হয়ে গেছি যে, এই চুল মুবারক আসল আমি আল্লাহ পাকে কৃতজ্ঞতা আদায় করছি, লোকেরাও অনেক খুশি হলো এবং যুবকও সত্যিকার আশিকে রাসূল হয়ে গেলো (মুনতাহাব হাদীস, ১৯৫ - ১৯৮ পৃষ্ঠা) 

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা, এই ঘটনার মধ্যে শেখার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেই যুবকের অন্তরে চুল মুবারকের ব্যাপারে একটু উদ্বেগ ছিলো, যে বারবার দলিল চাইছিলো তার উদ্বেগ এবং তার প্রশ্নের উত্তরের জন্য লোক সেই যুগের প্রকৃত আশিকে রাসূল, হযরত আল্লামা মাওলানা আব্দুল মুস্তফা আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দরবারে নিয়ে গেলেন ঐসব লোকদের জানা ছিলো যে, যুবকের রোগের চিকিৎসা কোথায় হবে? এরপর দেখুন, হযরতও ইলমে দ্বীনের নুর দ্বারা খুবই হিকমতপূর্ণ পদ্ধতিতে যুবককে বুঝালেন যার বরকতে সে বুঝে গেল এবং নিজের ভুলের জন্য লজ্জিতও হয়ে তাওবা করলো যদি আমাদেরও কখনো এরকম বিষয়ের সম্মুখীন হতে হয়, তবে আমরা নিজেরা যেন বিভ্রান্ত না হই আর না এমন কারো নিকট এমন লোকেদের পাঠাবো, যে আগে থেকে বদ আকিদা সম্পন্ন, বে-আদবে রাসূল বরং এক্ষেত্রে বিভ্রান্ত দূরকারী কোন বিশুদ্ধ আকিদা সম্পন্ন আশিকে রাসূল মুফতি সাহেব অথবা আলিমে দ্বীনের খেদমতে উপস্থিত হয়ে যান

 

    আল্লাহ পাক আমাদেরকে আদব সম্পন্ন বানিয়ে দিন, আদব সম্পন্ন রাখুন আহ! আমরা বিবেকের ঘোড়াকে না বাগিয়ে ব্যস যেনো প্রেমিক বান্দা হয়ে যেতাম আল্লাহ পাক এসব রাসূল প্রেমিকদের সদকায় আমাদেরকেও ইশকে রাসূলের দৌলত নসীব করুক