Book Name:ALLAH Ki Riza Sab Se Bari Cheez Hai
করার সুবিধা ও ইসলামী ক্যালেন্ডার বিদ্যমান রয়েছে। আপনাদের মোবাইলে এই অ্যাপ্লিক্যাশনটি ইনস্টল করে নিন এবং অপরকেও উৎসাহিত করূন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
জুতা পরিধান করার সুন্নাত ও আদব
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর রিসালা “১০১ মাদানী ফুল” থেকে জুতা পরিধান করার কিছু মাদানী ফুল শ্রবণ করি। নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “অধিকহারে জুতা ব্যবহার করো, কেননা মানুষ যতক্ষণ পর্যন্ত জুতা পরিধান করা অবস্থায় থাকে যেনো সে আরোহন অবস্থায় রয়েছে।” (অর্থাৎ কম ক্লান্ত হবে) (মুসলিম, হাদীস: ১১৬১) (২) জুতা পরিধানের পূর্বে ভালভাবে ঝেড়ে নিন যাতে পোকা বা কংকর ইত্যাদি থাকলে তা বের হয়ে যায়। (৩) সর্বপ্রথম ডান পায়ে জুতা পরিধান করূন এরপর বাম পায়ের। খুলতে প্রথমে বাম পায়ের জুতা অতঃপর ডান পায়ের। নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “তোমাদের কেউ যখন জুতা পরিধান করে, তবে ডান দিক থেকে শুরূ করা উচিত এবং যখনই খুলে তখন বাম দিক থেকে শুরূ করা উচিত। যাতে ডান পায়ের জুতা পরিধানের সময় প্রথমে এবং খুলতে সর্বশেষে হয়।” (বুখারী শরীফ, ৪র্থ খন্ড, ৬৫ পৃষ্ঠা, হাদীস নং- ৫৮৫৫) * পুরূষ পুরূষালী ও মহিলারা মেয়েলী জুতা পরিধান করবে।
ঘোষণা
জুতা পরিধান করার অবশিষ্ট সুন্নাত ও আদব তরবিয়্যতি হালকায় বলা হবে সুতরাং সেগুলো জানার জন্য তরবিয়্যতি হালকায় অবশ্যই অংশগ্রহন করূন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দা’ওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ