Book Name:ALLAH Ki Riza Sab Se Bari Cheez Hai
হয়ে যাবেন। হযরত মূসা عَلَیْہِ السَّلَام আল্লাহ পাকের দরবারে বনী ইসরাইলের আরজি পেশ করলেন, এতে আল্লাহ পাক বললেন: হে মূসা! বনী ইসরাইলদের বলে দাও! তারা যেনো আমার উপর রাজি থাকে, আমি তাদের উপর রাজি হয়ে যাবো।
(ইহইয়াউল উলুম, খন্ড: ৫, পৃষ্ঠা: ১৬০)
শায়খ আবু আলী দাক্কাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর এক শাগরিদ বলতেন: আমি যদি এটা জানতে পারতাম যে আল্লাহ পাক আমার উপর রাজি আছেন নাকি নেই? জিজ্ঞাসা করা হলো: তা কীভাবে? বললেন: আমি আল্লাহ পাকের উপর রাজি হই তো তিনিও আমার উপর রাজি আছেন ।
(রিসালা কুশাইরিয়া, ৩৫৮ পৃষ্ঠা)
বলা হয়ে থাকে: কোনো গ্রামে এক নেককার বুযুর্গ বসবাস করতো, সমস্ত লোক তাঁকে খুবই শ্রদ্ধা করতো। তাঁর মাধ্যমে দোয়া করাতো। ঐ গ্রামের কাছে একটি নদী প্রবাহিত হতো, একবার এমন হলো যে নদীর বাঁধ ভেঙ্গে গেলো। পানি গ্রামের দিকে বইতে লাগলো, লোকজন খুবই চিন্তায় পড়ে গেলো আর দৌড়ে নেককার বুযুর্গের খেদমতে এসে দোয়ার জন্য আরয করলো। ঐ নেককার বুযুর্গ বললেন: যাও! কোদাল ও অন্যান্য যন্ত্রপাতি নিয়ে আসো! সকলে জলদি কোদাল ইত্যাদি নিয়ে উপস্থিত হলো। বুযুর্গ স্বয়ং নিজে একটি কোদাল হাতে নিলেন আর সকলকে নিয়ে নদীর পারে গেলেন। সকলেই মনে করলো যে নদীর বাঁধ বাঁধা হবে কিন্তু সেই নেককার বুযুর্গ এর বিপরীত করলেন। নদীর বাঁধ বাঁধার পরিবর্তে, যেটা বাকী ছিলো, সেটাও ভাঙ্গা শুরূ করলেন। তা দেখে লোকেরা অনেক ভয় পেয়ে গেলো আর ফিরে গেলো। এখন লোকজনের কাছে কোনো উপায় নেই, সকলে ভীতসন্ত্রস্ত। বন্যার কবল থেকে বাঁচার জন্য সন্তান সন্ততিদের নিয়ে ছাদের উপর উঠে গেলো। কিছু সময় অতিবাহিত হওয়ার পর তারা দেখলো; নদীর পানি যা গ্রামের দিকে অগ্রসর হচ্ছিলো তা থেমে গেছে আর সেই নেককার বুযুর্গ কাঁধের উপর কোদাল রেখে ফিরে আসছেন। সকলে খুবই অবাক হলো, ঘটনা কী? জলদি ছাদ থেকে নেমে নেককার বুযুর্গুর খেদমতে উপস্থিত হলো, আর জিজ্ঞাসা করলো: হুযুর! ঘটনা কী? বন্যা কীভাবে থেমে গেলো? বললেন: আমি অবশিষ্ট বাঁধ ভাঙ্গছিলাম, অদৃশ্য থেকে