Book Name:ALLAH Ki Riza Sab Se Bari Cheez Hai
চলে, পূর্ববর্তী লোকেরা ধর্মীয় কিতাবাদি পাঠ করতো, সুতরাং তাদের দ্বীনি বিষয়েও জানা থাকতো এবং জীবনও পবিত্র থাকতো।
اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামী ঘরে ঘরে ইলমে দ্বীনির আলো পৌঁছিয়ে দিচ্ছে, দা’ওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর বিশেষত্ব হলো তিনি স্বয়ং নিজেও ইলমে দ্বীনের প্রতি অনেক আগ্রহী এবং আশিকানে রাসূলদেরকেও দ্বীনি কিতাবাদি পাঠ করার উৎসাহ প্রদান করে থাকেন। তিনি প্রতি সাপ্তাহে একটি দ্বীনি রিসালা পাঠ করতে বলেন। পুস্তিকাটি সংক্ষিপ্ত হয়ে থাকে। কয়েক মিনিটের মধ্যেই পাঠ করা যায়।
আপনারাও পাঠ করূন! اِنْ شَآءَ الله অনেক উপকৃত হবেন, দ্বীনি বিষয়ে জ্ঞান বৃদ্ধি পাবে। ইলমে দ্বীনের সাওয়াব পাবেন, দ্বীনি কিতাবাদি পাঠ করার দ্বারা বুদ্ধির বিকাশ ঘটে দৃষ্টি বিস্তৃত হয়, হিকমত অর্জিত হয়, চিন্তাভাবনা পবিত্র হয় এবং জীবনে পরিবর্তন আসে। আধুনিক বিজ্ঞানের গবেষণা মতে কিতাব অধ্যয়ন করার দ্বারা মস্তিষ্ক রোগ ব্যধি থেকে নিরাপদ থাকে।
প্রতি সপ্তাহে নিয়মিত সাপ্তাহিক রিসালা পাঠ করার নিয়্যত করে নিন! শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ সাপ্তাহিক রিসালা পাঠকারীদের বিভিন্ন দোয়া দ্বারাও ধন্য করেন। আমরা যদি সাপ্তাহিক রিসালা পাঠ করি তবে কী জানি আল্লাহ পাকের নেককার বান্দা, অলীয়ে কামিলের মুখ থেকে নির্গত দোয়া আমাদের হকে কবুল হয়ে যায় আর দুনিয়া ও আখিরাতে তরী পার হয়ে যায়।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
পীরানে পীর, হুযুরে গউসে আযম শায়খ আব্দুল কাদির জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের ২টি পদ্ধতি বলেছেন, তিনি বলেন: (১) যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকতে চাই, তার উচিত মৃত্যুকে সব সময় স্মরণ রাখা কেননা মৃত্যুর স্মরণ দুনিয়াবী বিপদাপদকে সহজ বানিয়ে দেয় (২) যেই বিষয়ে অন্তরে অভিযোগ আসে, বান্দার উচিত ঐ বিষয়ে অভিযোগ করার পরিবর্তে, আল্লাহ পাকের কাছে দোয়া করা। যেমন কারো অসচ্ছলতা দেখা দিলো অথবা কোনো রোগ হলো, এখন তার অন্তরে যদি কুমন্ত্রণা আসে তো তার উচিত দরিদ্রতা বা রোগের জন্য অভিযোগ না করা বরং আল্লাহ