ALLAH Ki Riza Sab Se Bari Cheez Hai

Book Name:ALLAH Ki Riza Sab Se Bari Cheez Hai

পায়ে আঘাত লাগলো কেন?

    হযরত লোকমান হাকিম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সম্পর্কে বর্ণিত রয়েছে, তিনি একদিন তাঁর ছেলেকে বললেন: তোমার সামনে যে কোনো বিষয় আসুক, তোমার ভালো লাগুক বা মন্দ, তোমার অন্তরে এটাই রাখো যে তা তোমার জন্য উত্তম। ছেলে বললো: বাবাজান! এই বিষয়টি একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিন! এরকম কিভাবে হতে পারে যে প্রতিটি বিষয় আমার জন্য উত্তমই হবে? হযরত লোকমান হাকিম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: এক জনপদে আল্লাহ পাকের একজন নবী عَلَیْہِ السَّلَام অবস্থান করছেন, চলো! তাঁর খেদমতে উপস্থিত হই, তিনি আমাদেরকে আরও চমৎকারভাবে বুঝিয়ে দেবেন। সুতরাং উভয়ে (বাবা ছেলে) সফরের পাথেয় নিলেন, দুইটি পশুর উপর আরোহন করলেন আর ইলমে দ্বীন শিখার জন্য রওয়ানা হয়ে গেলেন। তখন প্রচন্ড গরম ছিলো, সফর দীর্ঘ ছিলো, পথিমধ্যে খাবার ও পানি শেষ হয়ে গেলো, বাপ ছেলে দুইজনেই ক্লান্ত হয়ে পড়লো, পশুও থেমে গেলো। এখন দুজনেই পশুর উপর থেকে নেমে পায়ে হাঁটা শুরূ করলেন। হাঁটতে হাঁটতে অনেক দূর গিয়ে হযরত লোকমান হাকিম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অনেক দূরে কোথাও ধোঁয়া উড়তে দেখেন। মনে মনে আশা করলেন যে জনবসতি কাছেই  কিন্তু তার সাথে একটা সমস্যাও দেখা দিলো- একটা চোখা হাঁড় গিয়ে তাঁর পুত্রের পায়ে বিঁধলো, এফোঁড় ওফোঁড় হয়ে রক্ত বইতে লাগলো। অনেক দিনের মুসাফির, তীব্র গরম, পানি নেই, খাবার নেই, এহেন অবস্থায় রক্তপাত হয়ে হযরত লোকমান হাকিম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর শাহজাদা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলো এবং বেহুঁশ হয়ে গেলো, ছেলের এই অবস্থা দেখে হযরত লোকমান হাকিম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর চোখ দিয়ে অশ্রু বইতে লাগলো। তিনি খুব কষ্টে সেই হাঁড় পা থেকে বের করলেন, পট্টি বাঁধলেন। কিছুটা সুস্থ হওয়ার পর ছেলের জ্ঞান ফিরে এলো। তখন তাঁর ছেলে বললো: বাবাজান! আমরা মুসাফির, প্রচন্ড গরম, পানি শেষ হয়ে গেছে, এই অবস্থায় আমি ব্যথাও পেয়েছি। না আমাদের সামনে অগ্রসর হওয়ার শক্তি আছে, না আমরা ফিরে যেতে পারবো। আমাদের পাশে দাঁড়াবে এমন কেউই নেই। বলুন, এসবকিছু আমার জন্য ভালো কীভাবে হতে পারে? হযরত লোকমান হাকিম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: বাবা! এই যে বিপদ আমাদের উপর পড়লো, হতে পারে এর মাধ্যমে কোনো বড় বিপদ