Book Name:ALLAH Ki Riza Sab Se Bari Cheez Hai
উড়ে জান্নাতে পৌঁছে যাবে। তারা হাশরের ময়দানের তাপ দেখবে না, হিসাব নিকাশ, পুলসিরাতও দেখবে না। سُبْحٰنَ الله! ভেবে দেখুন! এ কেমন সৌভাগ্যের ব্যাপার হবে। হায় যদি! আমরাও এমন হয়ে যেতাম, হায়! আমরাও যদি আল্লাহ পাকের সন্তুষ্টিতে সন্তুষ্ট, জনসম্মুখে ও একাকীতে গুনাহ থেকে বিরত, আপন প্রতিপালকের অনুগত বান্দা হয়ে যেতাম।
ইমাম গাযালি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাকে পরকালে যে নেয়ামতসমূহ দান করা হবে, তার মধ্য হতে বড় ও উচ্চ স্তরের নেয়ামত হলো আল্লাহ পাক বান্দার উপর রাজি হয়ে যাওয়া। আল্লাহ পাক কুরআনুল করীমে ইরশাদ করেন:
وَ رِضۡوَانٌ مِّنَ اللّٰہِ اَکۡبَرُ ؕ
(পারা ১০, তাওবা, আয়াত ৭২)
কানযুল ঈমান থেকে অনুবাদ: আর আল্লাহর সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ জিনিস।
অর্থাৎ জান্নাতের নেয়ামত সমূহের মধ্য হতে সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহ পাক জান্নাতীদের উপর রাজি হয়ে যাবেন, কখনো নারাজ হবেন না। (তাফসীরে খাযিন, পারা: ১০, সূরা তাওবা, আয়াতের ব্যাখ্যা: ৭২, খন্ড: ২, পৃষ্ঠা: ২৬১)
হাদীসে পাকে রয়েছে: আল্লাহ পাক ঈমানদারদের উপর ঈমানের তাজাললী দান করবেন আর হুকুম করবেন : আমার কাছ থেকে চাও! এতে জান্নাতীরা আরয করবে: হে আল্লাহ পাক! আমরা তোমার সন্তুষ্টি চাই। (মু’জামে আওসাত, খন্ড: ১, পৃষ্ঠা: ৫৬৬, হাদীস: ২০৮৪)
দেখুন! জান্নাতীরা জান্নাতে পৌঁছে, আল্লাহ পাকের তাজাললী দেখেও তাঁর সন্তুষ্টি কামনা করবে, বোঝা গেলো; আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া এটা পরকালের নেয়ামতসমূহের মধ্য হতে সবচেয়ে বড় নেয়ামত আর তা মিলবে কীভাবে? ইমাম গাযালি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এটা (আখিরাতের সবচেয়ে বড় নেয়ামত) এই অবস্থায় মেলে যে বান্দা দুনিয়াতে আল্লাহ পাকের উপর সন্তুষ্ট থাকে।
একবার বনী ইসরাইল হযরত মূসা عَلَیْہِ السَّلَام এর খেদমতে আরয করলো: হে আল্লাহ পাকের নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আল্লাহ পাকের কাছে এমন আমল সম্পর্কে জিজ্ঞাসা করুন যখন আমরা তা আমল করবো তখন আল্লাহ পাক আমাদের উপর রাজি