ALLAH Ki Riza Sab Se Bari Cheez Hai

Book Name:ALLAH Ki Riza Sab Se Bari Cheez Hai

পাকে দরবারে দোয়া করা: হে আল্লাহ পাক! আমার দরিদ্রতা দূর করে দাও, হে আল্লাহ পাক! আমাকে এই রোগ থেকে আরোগ্য দান করো এইভাবে নিজের হৃদয়কে অভিযোগের পরিবর্তে, দোয়ার মধ্যে মশগুল রাখা এটার বরকতে اِنْ شَآءَ الله  অন্তর হালকা হয়ে যাবে এবং আল্লাহ পাক চান তো আল্লাহ পাকে সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকার তাওফিকও মিলে যাবে (আল ফাতহুর রবক্ষানী, ১১১ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                    صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 রূহানী চিকিৎসা বিভাগ

    اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামীর ৮০টির চেয়েও অধিক বিভাগ রয়েছে যেই বিভাগের মাধ্যমে দ্বীনের প্রচার প্রসারের কাজ চালিয়ে যাচ্ছে তার মধ্য হতে একটি বিভাগ হলো রূহানী চিকিৎসাবিভাগ, যেটা দিন - রাত প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পেরেশানগ্রস্ত উম্মতের পেরেশান দূর করার কাজে নিয়োজিত রয়েছে اَلْحَمْدُ لِلّٰه পেরেশানগ্রস্ত উম্মতের আগ্রহের আলোকে এই বিভাগের পক্ষ থেকে প্রতিমাসে লাখো অসুস্থ ব্যক্তি পেরেশানগ্রস্ত লোকদের মধ্যে প্রায় লক্ষের চেয়েও বেশি তাবিয অযিফায়ে আত্তারীয়া আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য বিনামূল্যে বন্টন করা হয়ে থাকে তাবিযাতে আত্তারীয়ার বরকতে শুধুমাত্র কোনো নির্দিষ্ট এলাকা বা শহর পর্যন্ত সীমাবদ্ধ নয় বরং মুর্শিদের দেশের প্রতিটি প্রদেশের হাজারো শহরের মধ্যে অসংখ্য স্টল বসানো হয়ে থাকে, এর পাশাপাশি অন্যান্য দেশে যেমন সাউথ আফ্রিকা, আমেরিকা, ইংল্যান্ড, বাংলাদেশ এবং হিন্দের মধ্যে অন্যান্য দেশের মধ্যেও তাবিযাতে আত্তারীয়ার হাজারো স্টলের ব্যবস্থা করা হয়ে থাকে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                    صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 নামাযের সময়সূচি (Prayer Times) অ্যাপের পরিচিত

    প্রিয় ইসলামী ভাইয়েরা! দাওয়াতে ইসলামীর আইটি ডিপার্টমেন্ট নামাযের সময়সূচি (Prayer Times) নামক খুবই চমৎকার একটি মোবাইল অ্যাপ্লিক্যাশন চালু করেছে * ঐ অ্যাপ্লিক্যাশনের মাধ্যমে সারা বিশ্বের মধ্যে যেকোনো স্থানেও সময় ও কেবলার দিক জানা যায়
* এছাড়াও পাঁচ ওয়াক্ত নামাযের সময়সূচির মাসিক টাইমটেবল * যিকির (রূহানী চিকিৎসা) * মাদানী চ্যানেল রেডিও * নামাযের সময়ে মোবাইল সাইলেন্ট (Silent)