ALLAH Ki Riza Sab Se Bari Cheez Hai

Book Name:ALLAH Ki Riza Sab Se Bari Cheez Hai

আওয়াজ আসলো: হে বান্দা! কেনো ভাঙছো? আমি বললাম: নিশ্চয়ই এই বাঁধ আল্লাহ পাকে হুকুমেই ভেঙেছে, সুতরাং যেহেতু আল্লাহ পাকে ইচ্ছা যে সমুদ্রের পানি গ্রামের দিকে যাক তো আমি তার উপর সন্তুষ্ট তাই পানির রাস্তা খুলে দিচ্ছি আওয়াজ আসলো: হে বান্দা! যেহেতু তুমি আমার ইচ্ছার উপর সন্তুষ্ট, তবে যাও! আমি তোমার ইচ্ছাকে পূরণ করে দিচ্ছি ব্যস এই কারণে বন্যা থেমে গেলো

    سُبْحٰنَ الله! বোঝা গেলো! যদি আমরা আল্লাহ পাকে সন্তুষ্টির উপর সন্তুষ্ট হয়ে যায় তো اِنْ شَآءَ الله আল্লাহ পাক আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন আর যদি আল্লাহ পাক আমাদের উপর রাজি হয়ে যায় তো! اِنْ شَآءَ الله তরী পার হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে তাঁর সন্তুষ্টির উপর সন্তুষ্ট থাকার তাওফিক দান করূক

 আল্লাহ পাকের সন্তুষ্টিতে সন্তুষ্ট

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকে সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকার অভ্যাস করার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করা যেতে পারে; যেমন আল্লাহ পাকে সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকার ফযীলত পড়ুন, আল্লাহ পাকে নেককার বান্দা যারা সর্বদা তাঁর সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকে, তাঁদের জীবনী পাঠ করূন (এর জন্য ইহয়াউল উলুম, খন্ড: থেকে সন্তুষ্টির বয়ান পাঠ করা উপকারী), একইভাবে কষ্ট, বিপদ, পেরেশানি, দরিদ্রতা ইত্যাদির কারণে পাওয়া প্রতিদান সম্পর্কে অধ্যয়ন করূন (উদাহরণস্বরূপ শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর রিসালা গরীবরাই কল্যাণে রয়েছে আর অসুস্থ আবিদ অধ্যয়ন করূন) এটার বরকতে اِنْ شَآءَ الله  আল্লাহ পাকে সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকার মানসিকতা হবে

১২ দ্বীনি কাজের মধ্যে একটি কাজ: সাপ্তাহিক রিসালা অধ্যয়ন

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকা, নেককার নামাযী হওয়ার এবং গুনাহ থেকে বেঁচে থাকার মানসিকতা পাওয়ার জন্য দাওয়াতে ইসলামী দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান, যেলি হালকার ১২ দ্বীনি কাজের মধ্যে ভরপুর অংশগ্রহন করূন। যেলি হালকার ১২ দ্বীনি কাজের মধ্য হতে একটি কাজ হলো সাপ্তাহিক রিসালা অধ্যয়ন করা। বর্তমান সময়ের মন্দ কার্যাদির মধ্য হতে একটি মন্দ বিষয় হলো মানুষ ইলমে দ্বীন থেকে দূরে সরে যাচ্ছে, দ্বীনি কিতাবাদি পাঠ করার স্পৃহা নেই বললেই