Qurbani Ek Ba Maqsad Fariza

Book Name:Qurbani Ek Ba Maqsad Fariza

অবশিষ্ট পানি এবং বিভিন্ন তাবারুকাত দেওয়া হয় তারপর কাফন শরীফ বাধা হয় আসরের নামাযের পর দরূদ শরীফ, সালাত সালাম, কসীদা বুরদা শরীফ ইত্যাদির পাঠ করার মাধ্যমে তাঁর পবিত্র জানাযা মোবারক উঠানো হয় সায়্যিদী কুতুবে মদীনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে তাঁরই বাসনা অনুযায়ী পবিত্র জান্নাতুল বাক্বীর যেদিকে পূতঃপবিত্র আহলে বাইতেগণ আরাম করছেন, সেদিকে সায়্যিদাতুন্নেসা হযরত ফাতেমাতুয যোহরা رَضِیَ اللهُ عَنْہَا এর নূরানী মাজার শরীফের শুধুমাত্র দুই গজের ব্যবধানে দাফন করা হয় (সায়্যিদী কুতুবে মদীনা, পৃষ্ঠা) আল্লাহ্ পাক সায়্যিদী কুতুবে মদীনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা করুক

 اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী বোনেরা! বয়ান শেষে সুন্নাতের ফযীলত এবং কতিপয় জীবনের শিষ্টাচার বয়ান করার সৌভাগ্য অর্জন করছি রহমতে আলম, নূরে মুজাস্সাম, রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَنْ اَحَبَّ سُنَّتِی فَقَدْ اَحَبَّنِی وَمَنْ اَحَبَّنِی كَانَ مَعِیَ فِی الْجَنَّةِ অর্থাৎ যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে (মূলত) আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে

(মিশকাতুল মাসাবীহ, /৫৫ পৃষ্ঠা, হাদীস:১৭৫)

সিনা তেরী সুন্নাত কা মদীনা বনে আক্বা,

জান্নাত মে পড়োছি মুঝে তুম আপনা বানানা

কুরবানীর সুন্নাত ও আদব

    প্রিয় ইসলামী বোনেরা! আসুন কুরবানীর সুন্নাত ও আদব সম্পর্কে কতিপয় মাদানী ফুল শুনার সৌভাগ্য অর্জন করি। প্রথমে দুটি ফরমানে মুস্তাফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم লক্ষ্য করুন, ইরশাদ হচ্ছে: (১) কুরবানী দাতার কুরবানীর পশুর প্রতিটি পশমের