Qurbani Ek Ba Maqsad Fariza

Book Name:Qurbani Ek Ba Maqsad Fariza

(তিরমিযী, কিতাবুস সাওম, ২১১ পৃষ্ঠা, হাদীস: ৭৫৮)

    প্রিয় ইসলামী বোনেরা! একটু চিন্তা করুন! দিনগুলো কতই না প্রিয় ফযীলতপূর্ণ, এই দিনগুলোতে একটি নেক আমলের সাওয়াব ৭০০ গুণ বেড়ে যায়, এই দিনগুলোতে নেক আমল করা উত্তম নেকী, এই দিনগুলোতে একদিন রোযা রাখা এক বছরের রোযা রাখার সমতুল্য, এই দিনগুলোর রাতে কিয়াম (অর্থাৎ রাত জেগে ইবাদত করা) শবে কদরের ইবাদতের সমতুল্য

    এখানে এটাও স্মরন রাখতে হবে যে, এই স্থানে নেক আমলের কোনো নির্দিষ্টতা নেই * অর্থাৎ এই বরকতময় দিনগুলোতে প্রতিটি নেক আমলের সাওয়াব বৃদ্ধি করা হয়। * এই দিনগুলোতে ফরয নামায আদায় করা সাধারণ দিনসমূহে ফরয নামাযের চেয়ে অধিক উত্তম। * এই দিনগুলোতে নফল ইবাদত করা সাধারণ দিনের নফল ইবাদতের চেয়ে উত্তম, * এই দিনগুলিতে নফল রোযা রাখা সাধারণ দিনের নফল রোযা থেকে উত্তম। * যিলহজ্বের প্রথম দশকে নেকীর দাওয়াত দেওয়া সাধারণ দিনে নেকীর দাওয়াত দেওয়া থেকে উত্তম, * যিলহজ্বের প্রথম দশকে সদকা করা অন্যান্য দিনে সদকা করার চেয়ে উত্তম, * যিলহজ্বের প্রথম দশকে আল্লাহ পাকের যিকির করা অন্যান্য দিনে আল্লাহ পাকের যিকির করার চেয়ে উত্তম। * যিলহজ্বের প্রথম দশকে মাতা-পিতার যিয়ারত করা  সাধারণ দিনে মা-বাবার যিয়ারত করার চেয়ে উত্তম। * যিলহজ্বের দশদিনে তিলাওয়াত করা অন্যান্য দিনে তিলাওয়াত করার চেয়ে উত্তম, মোটকথা যে কোনো প্রকার নেক আমল তা যদি যিলহজ্বের প্রথম দশকে করা হয় তবে তা সাধারণ দিনের তুলনায় অধিক ফযীলতপূর্ণ, আল্লাহ