Book Name:Qurbani Ek Ba Maqsad Fariza
কখনও আদায় হবে না, আর কেন হবে না কারণ কুরবানী হলো হযরত খলিলুল্লাহ এর অনুসরণ এবং হযরত ইব্রাহীম খলিলুল্লাহ عَلَیْہِ السَّلَام স্বয়ং নিজে রক্তপাত করেছেন, মাংস অথবা অর্থ সদকা করেননি আর অনুসরণ তখনই সঠিক বলে বিবেচিত হবে যখন মূল অনুযায়ী করা হবে।
মুফতি সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আরও বলেন: অন্যান্য আমলগুলো সম্পাদন করার পর কবুল হয় কিন্তু কুরবানী করার পূর্বেই কবুল হয়ে যায়, অতএব কুরবানী করাকে অনর্থক ভেবে কিংবা সংকীর্ণ হৃদয়ে করো না। সবখানে যৌক্তিক ঘোড়া দৌঁড়াবে না! (মিরাতুল-মানাজিহ, ২/৩৭৫ পৃষ্ঠা)
কুরবানী জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে
আল্লাহ পাকের রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَنْ ضَحَّی طِیْبَۃَ نَفْسِہٖ مُحْتَسِبًا لِاُضْحِیَتِہٖ کَانَتْ لَہٗ حِجَابًا مِّنَ النَّار অর্থাৎ যে ব্যক্তি আনন্দচিত্তে সাওয়াবের আশায় কুরবানী করবে, এই কুরবানী তার পক্ষে জাহান্নাম থেকে অন্তরাল হয়ে দাঁড়াবে। (জামে সগীর, ৫৩৩ পৃষ্ঠা, হাদীস: ৮৮২৫)
অপর একটি হাদীস শরীফের ব্যাখ্যা হলো: কুরবানীর পশুর প্রথম ফোঁটা রক্তের বিনিময়ে আল্লাহ পাক কুরবানীদাতার অতীতের গুনাহ ক্ষমা করে দেন। (জামে সগীর, ৫৩৩ পৃষ্ঠা হাদীস: ৮৮২৫)
প্রিয় ইসলামী বোনেরা! চিন্তার বিষয়! গুনাহ কে করে? অবশ্যই মানুষ করে, পশুপাখি তো শরীয়তের আওতাধীন নয় তারা তো গুনাহ করে না, কিন্তু দেখেন! মানুষের গুনাহের কাফ্ফারা কে হচ্ছে? নিরাপরাধ প্রাণী। এই অর্থে লক্ষ্য করলে দেখা যায়, আমাদের প্রতি এই প্রাণীটির কত বড় অনুগ্রহ রয়েছে যে, আমরা গুনাহ করেছি আর এই নিরীহ প্রাণীটি তার জীবন উৎসর্গ করে আমাদের গুনাহের কাফফারা দিচ্ছে।