Qurbani Ek Ba Maqsad Fariza

Book Name:Qurbani Ek Ba Maqsad Fariza

    আল্লাহ আল্লাহ!.... প্রেমের পরীক্ষা এখনো আরো বাকি আছে!

    হযরত ইসমাইল عَلَیْہِ السَّلَام এর বয়স যখন প্রায় ১৩ বছর, তখন হযরত ইব্রাহীম عَلَیْہِ السَّلَام স্বপ্নে দেখলেন তিনি তাঁর ছেলেকে জবাই করছেন, নবীগণের স্বপ্ন অহী হয়ে থাকে, তাই হযরত ইব্রাহীম عَلَیْہِ السَّلَام স্বপ্নের মাধ্যমে আল্লাহ প্রদত্ত নির্দেশ পালন করতে মক্কায় পৌঁছেন, হযরত ইসমাইল عَلَیْہِ السَّلَام কে স্বপ্নের বর্ণনা দেন বাধ্যগত পুত্র বললেন:

 

قَالَ یٰۤاَبَتِ افۡعَلۡ مَا تُؤۡمَرُ ۫       سَتَجِدُنِیۡۤ  اِنۡ شَآءَ اللّٰہُ مِنَ الصّٰبِرِیۡنَ (۱۰۲)

(পারা ২৩, সূরা সাফফাত, আয়াত ১০০)

কানযুল ঈমান থেকে অনুবাদ: বললো, হে আমার পিতা! করুন যা আপনি আদিষ্ট হচ্ছেন, আল্লাহ ইচ্ছা করলে অবিলম্বে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন

    سُبْحٰنَ الله! পুত্র হলে এমন হোক, আনুগত্য হলে এমন হোক...!!

    اَللهُ اَكْبَرُ অতঃপর হযরত ইব্রাহীম عَلَیْہِ السَّلَام তাঁর শাহযাদাকে সঙ্গে নিয়ে মিনায় আসেন, ছেলেকে শয়ন করিয়ে দিলেন, তাঁর গলায় ছুরি রাখলেন, বর্ণনায় রয়েছে: ছুরিটি ছিল খুবই ধারালো কিন্তু যখনই তা হযরত ইসমাইল عَلَیْہِ السَّلَام এর গলায় চালানো হতো তখন তা কাজ করতো না

    মহান আল্লাহ পাকের নির্দেশ পালনে অনিচ্ছাকৃতভাবে বিলম্ব হচ্ছিলহযরত ইব্রাহীম عَلَیْہِ السَّلَام এর বাধ্যগত হৃদয় এই বিলম্ব মেনে নিতে পারছিল না, তিনি ছুরি ধারালো করলেন, তারপর পূনরায় চালালেন, কিন্তু কোন কাজ হলোনা, অতঃপর আবার ধারালো করলেন এবং ছুরি চালালেন কিন্তু চলল না, তিনবার এরকমই হলো। হযরত ইব্রাহীম عَلَیْہِ السَّلَام আনুগত্যের চেতনা নিয়ে বারংবার ছুরি ব্যবহার করার চেষ্টা করছিলেন, এমন