Qurbani Ek Ba Maqsad Fariza

Book Name:Qurbani Ek Ba Maqsad Fariza

সময় হযরত জিব্রাইল আমিন عَلَیْہِ السَّلَام জান্নাতি দুম্বা নিয়ে উপস্থিত হলেন এবং হযরত ইব্রাহীম ইসমাইল عَلَیْہِ السَّلَام কে কুরবানী কবুল হওয়ার সুসংবাদ দেন

    প্রিয় ইসলামী বোনেরা! এটাই হলো আনুগত্যের চেতনা, ত্যাগের চেতনা, বাধ্যতার চেতনা, যেমন পশু জবাই করা ইব্রাহীমি সুন্নাত, তেমনি এই আনুগত্য বাধ্যতার চেতনা, নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহ পাকে কাছে আত্মসমর্পণ করাও হযরত ইব্রাহীম عَلَیْہِ السَّلَام বরকতময় রীতি নিঃসন্দেহে হযরত ইব্রাহীম عَلَیْہِ السَّلَام আল্লাহ পাকে নবী, আমরা তাঁর সমকক্ষ হতে পারবো না, কিন্তু আমরা যেভাবে পশু কুরবানীর মাধ্যমে হযরত ইব্রাহীম عَلَیْہِ السَّلَام এর সুন্নাত পালন করি, ঠিক সেভাবে নিজেকে আল্লাহ পাকে নিকট আত্মসমর্পণ করে নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহ পাকে আনুগত্য মূলক কাজের মধ্যে লাগানোর চেষ্টাও করা উচিত

হযরত ইব্রাহীম عَلَیْہِ السَّلَام এর সঙ্গে সম্পর্ক কবে সঠিক হবে?

    গাউসে আযম শেখ আব্দুল কাদির জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: মুমিন বান্দা 'কেন'? কিভাবে? জানে না (অর্থাৎ মুমিন বান্দা এটা দেখে না যে, কেন আদেশ দেয়া হলো, কিভাবে দেয়া হলো বরং একজন মুসলমান শুধু দেখেন, কে হুকুম দিয়েছে? আল্লাহ পাক আদেশ দিয়ে থাকলে, তাঁর প্রিয় নবী রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হুকুম দিলে তখন বান্দা সেটা পালন করে, এতে কোন আপত্তি করে না, বরং মাথা শরীর থেকে পৃথক করার চ্যালেঞ্জ দেয়া হোক না কেন সে আল্লাহ রাসূলের নির্দেশ অনুসরণ করে)