Book Name:Qurbani Ek Ba Maqsad Fariza
পারবে না যতক্ষণ পর্যন্ত তার কামনা বাসনা আমার আনিত দ্বীন অনুযায়ী হবে না।
(আস সুন্নাতু লি ইবনে আবি আছেম, ১২ পৃষ্ঠা, হাদীস:১৫)
ওলামায়ে কেরামগণ উক্ত হাদীসে পাকের ব্যাখ্যায় বলেন, একজন বান্দার জন্য আল্লাহ ও তাঁর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে এমনভাবে ভালোবাসা আবশ্যক যে, সেই ভালোবাসা যেন তাকে আল্লাহ ও তাঁর প্রিয় صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আনুগত্য করতে উদ্বুদ্ধ করে এবং গুনাহের পথে অন্তরাল হয়ে দাঁড়ায়। (জামেউল উলুম ওয়াল হিকমাহ, ৩৯৭ পৃষ্ঠা)
আল্লাহ পাক আমাদের এমন তৌফিক দান করুন, আমরা পশু কুরবানী করবো, অবশ্যই করবো পাশাপাশি নফসে আম্মারারও কুরবানী দিবো, নফসের কু প্রবৃত্তিরও কুরবানী দিবো, হযরত ইব্রাহীম عَلَیْہِ السَّلَام এর ওসিলায়, হযরত ইসমাইল عَلَیْہِ السَّلَام এর ওসিলায়, হায়! আমরা যদি আল্লাহ পাকের প্রকৃত আনুগত্যশীল বান্দা হয়ে যাই!
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
প্রিয় ইসলামী বোনেরা! ৪ যুল-হিজ্জাতুল-হারাম শায়খে তরিক্বত, আমীরে আহলে-সুন্নাতের পীর সাহেব সায়্যিদী কুতুবে মদীনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর পবিত্র উরস। আসুন বরকত অর্জনের লক্ষ্যে তার বরকতময় আলোচনা শ্রবণ করি:
সায়্যিদী কুতুবে মদীনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বরকতময় আলোচনা
খলিফায়ে আলা হযরত মাওলানা যিয়াউদ্দিন আহমেদ সিদ্দিকী কাদেরী মাদানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ১৯৯৪ হিজরীতে, ১৮৭৭ খ্রিস্টাব্দে সিয়ালকোট জেলার (পাঞ্জাব পাকিস্তান) একটি অপ্রসিদ্ধ গ্রাম 'ক্লাসওয়ালা' নামক স্থানে জন্ম গ্রহণ করেন। তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মুসলমানদের প্রথম খলিফা হযরত সিদ্দীকে আকবর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর