Qurbani Ek Ba Maqsad Fariza

Book Name:Qurbani Ek Ba Maqsad Fariza

পাত্রে ঘি ছিল পাত্রগুলো দিয়ে তিনি এটা বলে চলে গেলেন যে, আমি বাজারে গিয়ে আরো কিছু নিয়ে আসি কিছুক্ষণ পর চায়ের প্যাকেট চিনি ইত্যাদি নিয়ে এসে আমাকে দিয়েই তৎক্ষণাৎ চলে গেলেন তার পরিচয় বিস্তারিত জানার জন্য আমিও তৎক্ষণাৎ তাঁর পিছু নিলাম কিন্তু ততক্ষণে তিনি অদৃশ্য হয়ে যান হযরত সায়্যিদী কুতুবে মদীনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কাছে জিজ্ঞেসা করা হলো: আপনার ধারণা মতে সেই ব্যক্তিটি কে হতে পারেন? তিনি বললেন: আমার ধারণায় তিনি হলেন, মদীনার সুলতান, সরদারে দুজাহান, মাহবুবে রহমানصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর চাচাজান সায়্যিদুশ শুহাদা হযরত সায়্যিদুনা হামযা رَضِیَ اللهُ عَنْہُ কেননা মদীনা শরীফের বেলায়ত তাঁর নিকটই সোপর্দ করা হয়েছে (সায়্যিদী কুতুবে মদীনা, পৃষ্ঠা)

    প্রিয় ইসলামী বোনেরা! হযরত সায়্যিদুনা কুতুবে মদীনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হযরত সায়্যিদুনা হামযা رَضِیَ اللهُ عَنْہُ কে অগাধ ভালোবাসতেন এবং প্রতি বৎসর পবিত্র রমযান মাসের ১৭ তারিখে তিনি হযরত সায়্যিদুনা হামযা رَضِیَ اللهُ عَنْہُ এর পবিত্র ওরস পালন করতেন আর একটি রোযার ইফতার হযরত সায়্যিদুনা হামযা رَضِیَ اللهُ عَنْہُ এর পবিত্র মাজারে গিয়ে করতেন

(সায়্যিদি কুতুবে মদীনা, পৃষ্ঠা)

 ওফাত শরীফ ও জানাযা মোবারক

    ১৪০১ হিজরীর জিলহজ্ব মাসের ৪ তারিখ পবিত্র জুমার দিন মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন সাহেব اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ বলছেন, আর এদিকে সায়্যিদী কুতুবে মদীনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কালেমা শরীফ পাঠ করেন এবং তাঁর রূহ মোবারক দেহপিঞ্জর থেকে উড়ে যায়। اِنَّا لِلّٰهِ وَ اِنَّاۤ اِلَيْهِ رٰجِعُوْنَ গোসল শরীফের পর পবিত্র কাফন বিছিয়ে মাথা মোবারকের নিচে নবী করীম
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র হুজরা শরীফের পবিত্র মাটি রাখা হয়। হুযুর পূরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মাযার মোবারকের ধৌতকৃত