Book Name:Qurbani Ek Ba Maqsad Fariza
বংশধর। তিনি সিয়ালকোটে প্রাথমিক শিক্ষা অর্জন করেন। অতঃপর মারকাযুল আউলিয়া লাহোর এবং ২২ খাজার শহর দিল্লী শরীফে এসে কিছু দিন ইলমে দ্বীন অর্জন করেন। অবশেষে পিলিবেতে (ইউপি, ভারতে) হযরত আল্লামা মাওলানা অছি আহমদ মুহাদ্দিসে সুরতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সাহচর্যে দীর্ঘ চার বছর যাবত ইলমে দ্বীন অর্জন করেন, আর দাওরায়ে হাদীসের পর সমাপনী সনদ লাভ করেন। اَلْحَمْدُ لِلّٰه ইমামে আহলে সুন্নাত আ'লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কারামতপূর্ণ হাতে হযরত সায়্যিদী কুতুবে মদীনার দস্তারবন্দী হয়। তিনি ইমামে আহলে সুন্নাত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর হাতে বাইয়াতও গ্রহণ করেন। কেবল ১৮ বৎসর বয়সেই তিনি আ'লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর নিকট থেকে খেলাফতের সনদ প্রাপ্ত হন। (সায়্যিদী কুতব মদীনা, ৭ পৃষ্ঠা)
সায়্যিদী কুতুবে মদীনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ১৩২৭ হিজরীতে বাগদাদ শরীফ থেকে মদীনা মুনাওয়ারায় উপস্থিত হন এবং প্রায় ৭৫ বছর তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সেখানে অবস্থান করার সৌভাগ্য অর্জন করেন। (আনোওয়ারে কুতুবে মদীনা ৩৩৭ পৃষ্ঠা সারসংক্ষেপ) শেষ বয়সে তার দৃষ্টিশক্তি হ্রাস পেয়ে যায়, ডাক্তার চিকিৎসার জন্য জেদ্দা যেতে জোর করতে লাগলে তিনি বললেন এই অধম দৃষ্টিশক্তির জন্য মদীনা মুনাওয়ারা ছাড়তে পারে না। (সায়্যিদি যিয়াউদ্দিন আহমদ কাদেরী, ১/৫২৩ পৃষ্ঠা)
হযরত সায়্যিদী কুতুবে মদীনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি যখন মদীনা শরীফে গিয়ে পৌঁছলাম প্রথম প্রথম আমার এমন সময়ও গেছে যে, আমি সাত দিনের উপবাস ছিলাম। সপ্তম দিনে আমি যখন ক্ষুধায় একে বারেই কাতর হয়ে পড়ি, তখন এক অত্যন্ত শ্রদ্ধাভাজন বুযুুর্গ ব্যক্তি আগমন করলেন, তিনি আমাকে তিনটি পাত্র দান করলেন, একটিতে মধু, দ্বিতীয়টিতে আটা আর তৃতীয়