Book Name:Qurbani Ek Ba Maqsad Fariza
যিলহজ্বের প্রথম ১০ রাত অত্যন্ত ফযীলতপূর্ণ কারণ আল্লাহ পাক সেগুলোর শপথ করেছেন।
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا হলেন সুলতানুল মুফাসসীর, প্রিয় নবী, হুযুর পূরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চাচাতো ভাই, অত্যন্ত মহান সাহাবী এবং কুরআনের তাফসীর কারকও বটে। তিনি বলেন: আল্লাহ পাকের সর্বশেষ নবী, রাসূলে আরাবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَا مِنْ اَيَّامٍ اَلْعَمَلُ الصَّالِحُ فِيهَا اَحَبُّ اِلَى اللَّهِ مِنْ هَذِهِ الْاَيَّامِ অর্থাৎ যিলহজ্বের দশ দিন ব্যতীত এমন কোন দিন নেই যাতে নেক আমল করা আল্লাহ পাকের নিকট অধিক পছন্দনীয়। (আবু দাউদ কিতাবুস সাওম, ৩৯০ পৃষ্ঠা, হাদীস ২৪৩৮)
অর্থাৎ সাধারণ দিনে নেক আমল করাও আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়, সাধারণ দিনে নেক আমল করাও অত্যন্ত ফযীলত পূর্ণ বিষয়, তবে যিলহজ্বের প্রথম ১০ দিন নেক আমল করা সাধারণ দিনের তুলনায় আল্লাহ পাকের নিকট অনেক বেশি পছন্দনীয়।
এক বর্ণনায় রয়েছে: وَالْعَمَلُ فِيهِنَّ يُضَاعَفُ سَبْعَمِائَةِ ضِعْفٍ এই ১০ দিনে নেক আমলের সাওয়াব ৭০০ গুণ বৃদ্ধি করা হয়।
(শুয়াবুল ঈমান: ৩/৩৫৬ পৃষ্ঠা, হাদীস:৩৭৫৭)
তিরমিযী শরীফের হাদীসে রয়েছে: নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَا مِنْ أَيَّامٍ أَحَبُّ إِلَى اللَّهِ أَنْ يُتَعَبَّدَ لَهُ فِيهَا مِنْ عَشْرِ ذِي الحِجَّةِ অর্থাৎ ইবাদতের দিন সমূহের মধ্যে আল্লাহ পাকের নিকট সর্বাধিক প্রিয় দিন হলো যিলহজ্বের প্রথম ১০ দিন। يَعْدِلُ صِيَامُ كُلِّ يَوْمٍ مِّنْهَا بِصِيَامِ سَنَةٍ অর্থাৎ এই দিনগুলোতে একটি রোযা এক বছরের রোযার সমান, وَقِيَامُ كُلِّ لَيْلَةٍ مِّنْهَا بِقِيَامِ لَيْلَةِ القَدْرِ এবং এই দিনসমূহের প্রতি রাতে কিয়াম তথা রাত্রি জেগে ইবাদত করা শবে কদরের কিয়াম তথা রাত্রি জেগে ইবাদতের সমপরিমাণ।